Ajker Patrika

সান্ত্বনার ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ০৪
সান্ত্বনার ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 

বাংলাদেশের ব্যাটিংয়ের এমন অবস্থা দাঁড়িয়েছে, কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। ‘মেকশিফট’ ওপেনার ভাবনা থেকে সরে আজ ইনিংস উদ্বোধন করেছেন দুই জেনুইন ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাতেও কাজ হলো কই? 

ইনিংসের ষষ্ঠ ওভারের মধ্যে ২৮ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ওই ৩ উইকেটে ৪৪ রান। ওপেনিং জুটি ভাঙে লিটনের বিদায়ে। দলীয় ১৩ রানে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে লিটন ফেরেন শূন্য রানে। 

পরের ওভারের প্রথম বলে ফেরেন আরেক ওপেনার তানজীদ হাসানও। শার্দুল ঠাকুরের বলে পুল করতে গিয়ে ইনসাইড-এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। স্কোরবোর্ডে ১৫ রান তুলতে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে নিতে পারেননি এনামুল হক বিজয়। 

এবারের এশিয়া কাপে আজই প্রথম সুযোগ পেয়েছেন বিজয়। কিন্তু সেটা হেলায় হারালেন তিনি। শার্দুলের বলে পুল করতে গিয়ে বল খাড়া ওপরের দিকে তুলে দেন বিজয়। সেটা তালুবন্দী করেছেন উইকেটকিপার লোকেশ রাহুল। বিপর্যয় সামাল দিতে আরেকবার ভরসা মেহেদী হাসান মিরাজের ওপর। ব্যাটিং অর্ডারে এবার তাঁর জায়গা হয়েছে মিডল অর্ডারে। 

সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন মিরাজ। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২১ রান। সাকিব ১৭ রানে অপরাজিত আছেন, মিরাজের রান ৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত