Ajker Patrika

আলোচিত ডিআরএস ফিরছে বিপিএলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোচিত ডিআরএস ফিরছে বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। ১৯-২০ জানুয়ারিতে শুরু হওয়ার কথাই শোনা যাচ্ছে। তবে বিপিএলের আমেজ এখন থেকেই বিসিবি আনার চেষ্টা করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

গতকাল যেমন রিকশার নকশা চিত্র ব্যবহার করে একটি পোস্টার বা কার্ড প্রকাশ করা হয়েছে ফেসবুকে। কদিন আগে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ‘রিকশা ও রিকশাচিত্র’। 

এবারের বিপিএলের মান বাড়াতে এবং আরও আকর্ষণীয় করে তুলতে এমন আরও কিছু ব্যতিক্রম উদ্যোগ নিতে চায় বিসিবি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বহুল আলোচিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ফিরছে বিপিএলে। আগে তৃতীয় পক্ষের মাধ্যমে হক-আইয়ের সঙ্গে চুক্তি হতো বিসিবির। এবার বেশ আগেই হক-আইয়ের সঙ্গে সরাসরি চুক্তি করেছে বিসিবি, তাদের প্রাপ্য পাওনাও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে ডিআরএস চলে আসার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। 

বিসিবি সূত্র জানা গেছে, এবারও একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে বিসিবি। সাধারণত ভারতীয় শিল্পীরাই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে থাকেন। এবার ভারতের বাইরে গিয়ে বিশ্বখ্যাত কোনো শিল্পী আনার চেষ্টা করছে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত