ক্রীড়া ডেস্ক

টেস্ট সিরিজে ভরাডুবির পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুটা দারুণ করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবরা গুঁড়িয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা—পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামছে বাংলাদেশ। দলটি আজ ওয়ানডে খেলতে নামছে নতুন অধিনায়ক মিরাজের নেতৃত্বে। দুর্দান্ত বোলিংয়ে দুই লঙ্কান ওপেনারকে দ্রুত ফেরায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ করতে গিয়ে আরও বিপাকে পড়ে স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেটে ২৯ রান করেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ বল থেকে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। ১১তম বলে প্রথম রান আসে লঙ্কান ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে রান এসেছে কেবল ৫ রান। চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিশাংকাকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন নিশাংকা। ৮ বল খেলেও কোনো রান নিতে পারেননি নিশাংকা।
নিশাংকা আউট হওয়ার পরের ওভারে শ্রীলঙ্কা হারায় আরেক ওপেনার মাদুশকার উইকেট। পঞ্চম ওভারের তৃতীয় বলে তাসকিনের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন মাদুশকা (৬)। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ২ উইকেটে ১১ রান। পরের ওভারে তানজিম সাকিবকে বেধড়ক পিটিয়ে একাই ১৪ রান নেন কুশল মেন্ডিস। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কা মারেন তিনি।
মেন্ডিসের পিটুনির পরই শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ে যায়। সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে উড়িয়ে মারতে যান কামিন্দু মেন্ডিস। মিড অফে সহজ ক্যাচ ধরেন মিরাজ। কামিন্দুও কোনো রান না করেই আউট হয়েছেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা আসালাঙ্কা ৫ বল খেললেও রানের খাতা এখনো খুলতে পারেননি। তাঁর সঙ্গী কুশল মেন্ডিস ১২ বলে ১৯ রান করেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে দিয়ে তিন ক্রিকেটারের ওয়ানডেতে অভিষেক হয়েছে। বাংলাদেশের অভিষিক্ত দুই ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম ও তানভীর ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কার মিলান রত্নায়েকে প্রথমবার আজ ওয়ানডে খেলতে নেমেছেন।

টেস্ট সিরিজে ভরাডুবির পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুটা দারুণ করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবরা গুঁড়িয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা—পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামছে বাংলাদেশ। দলটি আজ ওয়ানডে খেলতে নামছে নতুন অধিনায়ক মিরাজের নেতৃত্বে। দুর্দান্ত বোলিংয়ে দুই লঙ্কান ওপেনারকে দ্রুত ফেরায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ করতে গিয়ে আরও বিপাকে পড়ে স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেটে ২৯ রান করেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ বল থেকে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। ১১তম বলে প্রথম রান আসে লঙ্কান ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে রান এসেছে কেবল ৫ রান। চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিশাংকাকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন নিশাংকা। ৮ বল খেলেও কোনো রান নিতে পারেননি নিশাংকা।
নিশাংকা আউট হওয়ার পরের ওভারে শ্রীলঙ্কা হারায় আরেক ওপেনার মাদুশকার উইকেট। পঞ্চম ওভারের তৃতীয় বলে তাসকিনের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন মাদুশকা (৬)। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ২ উইকেটে ১১ রান। পরের ওভারে তানজিম সাকিবকে বেধড়ক পিটিয়ে একাই ১৪ রান নেন কুশল মেন্ডিস। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কা মারেন তিনি।
মেন্ডিসের পিটুনির পরই শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ে যায়। সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে উড়িয়ে মারতে যান কামিন্দু মেন্ডিস। মিড অফে সহজ ক্যাচ ধরেন মিরাজ। কামিন্দুও কোনো রান না করেই আউট হয়েছেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা আসালাঙ্কা ৫ বল খেললেও রানের খাতা এখনো খুলতে পারেননি। তাঁর সঙ্গী কুশল মেন্ডিস ১২ বলে ১৯ রান করেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে দিয়ে তিন ক্রিকেটারের ওয়ানডেতে অভিষেক হয়েছে। বাংলাদেশের অভিষিক্ত দুই ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম ও তানভীর ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কার মিলান রত্নায়েকে প্রথমবার আজ ওয়ানডে খেলতে নেমেছেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে