
স্বপ্নের অভিষেক হয়তো একেই বলে। ম্যাথু ব্রিটজকে সেঞ্চুরি তো করেছেনই, ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডও। লাহোরে নিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার।
আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৩৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৪৮ রান করেন তিনি। এরপর অভিষেকে অনেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু তাকে টপকাতে পারেননি কেউই।
৪৭ বছর পর আসনটি নিজের করে নিলেন ব্রিটজকে। তাঁর আগে অভিষেকে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ ছিল কলিন ইনগ্রামের। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলেন তিনি।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে (এসএ-২০) ফর্মে ছিলেন না ব্রিটজকে। ৭ ম্যাচে কেবল ১১৭ রান করতে পেরেছেন তিনি। ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে রানে ফেরার আভাস দিলেন এই ওপেনার। তাঁর সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৩০৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২১ রান করেছে কিউইরা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে