
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। তাঁর আগে এক রকম ধাক্কাই যেন খেল ইংল্যান্ড। দলের অন্যতম সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
প্রথম টেস্টকে সামনে রেখে আজ আবুধাবি হয়ে হায়দরাবাদ পৌঁছানোর কথা। তবে ব্রুক সেখান থেকে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ইংল্যান্ডের ভারত সফরের দল থেকে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুককে তৎক্ষণাৎ বাড়ি ফিরতে হচ্ছে। এই সময়ে প্রাইভেসি রক্ষা করতে ব্রুকের পরিবার বিনীত অনুরোধ করেছে। এ কারণে ইসিবি ও তার পরিবার মিডিয়া ও সাধারণ জনগণকে তাদের ব্যক্তিগত ব্যাপারে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।’ ব্রুকের পরিবর্তে ড্যান লরেন্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে যোগ দেওয়ার কথা।
আনুষ্ঠানিকভাবে ব্রুক ভারত সফরের দল থেকে বাদ পড়ে গেছেন ঠিকই। তবে ক্রিকইনফো জানতে পেরেছে যে কোনো না কোনো সময় তিনি ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন। হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা।
২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রুকের। ২ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫৬ ম্যাচ। ১২ টেস্ট, ১৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যার মধ্যে ১২ টেস্টে ৬২.১৫ গড়ে করেছেন ১১৮১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গড় ৬২.১৫ ও স্ট্রাইকরেট ৯১.৭৬। ৪ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। তাঁর আগে এক রকম ধাক্কাই যেন খেল ইংল্যান্ড। দলের অন্যতম সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
প্রথম টেস্টকে সামনে রেখে আজ আবুধাবি হয়ে হায়দরাবাদ পৌঁছানোর কথা। তবে ব্রুক সেখান থেকে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ইংল্যান্ডের ভারত সফরের দল থেকে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুককে তৎক্ষণাৎ বাড়ি ফিরতে হচ্ছে। এই সময়ে প্রাইভেসি রক্ষা করতে ব্রুকের পরিবার বিনীত অনুরোধ করেছে। এ কারণে ইসিবি ও তার পরিবার মিডিয়া ও সাধারণ জনগণকে তাদের ব্যক্তিগত ব্যাপারে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।’ ব্রুকের পরিবর্তে ড্যান লরেন্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে যোগ দেওয়ার কথা।
আনুষ্ঠানিকভাবে ব্রুক ভারত সফরের দল থেকে বাদ পড়ে গেছেন ঠিকই। তবে ক্রিকইনফো জানতে পেরেছে যে কোনো না কোনো সময় তিনি ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন। হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা।
২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রুকের। ২ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫৬ ম্যাচ। ১২ টেস্ট, ১৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যার মধ্যে ১২ টেস্টে ৬২.১৫ গড়ে করেছেন ১১৮১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গড় ৬২.১৫ ও স্ট্রাইকরেট ৯১.৭৬। ৪ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে