Ajker Patrika

শরীফুলের জায়গায় এলেন তাসকিন, বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১: ৩২
শরীফুলের জায়গায় এলেন তাসকিন, বোলিংয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস আগেই গড়েছে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ নামছে ইতিহাসকে পূর্ণতা দিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 

মুষলধারে বৃষ্টির কারণে গতকাল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বাতিল হয়ে গেছে। টেস্টের দ্বিতীয় দিনে আজ রাওয়ালপিন্ডির আবহাওয়া রৌদ্রোজ্জ্বল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। 

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক—অভিজ্ঞ তিন ক্রিকেটার আছেন বাংলাদেশের একাদশে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন লিটন দাস। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। উদ্বোধনী জুটি গড়বেন জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদমান আড়াই মাস পর টেস্টে ফিরে সিরিজের প্রথম টেস্টে ৯৭ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও রাওয়ালপিন্ডির বৈরী আবহাওয়া বাদ সেধেছে। বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বাধীন দলে দুই বছর পর টেস্টে ফিরেছেন সাদমান ইসলাম। তাতে জাকির হাসানের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে দেখা যেতে পারে সাদমানকে। 

শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দ্বিতীয় টেস্টের একাদশ সাজিয়েছে স্পিন ও পেস আক্রমণের মিশেলে। একাদশে পাকিস্তান এনেছে দুই পরিবর্তন। দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ বাদ পড়েছেন। একাদশে এসেছেন আবরার আহমেদ ও মীর হামজা। বাবর আজম, সৌদ শাকিল, সালমান আলী আগার মতো খণ্ডকালীন স্পিনাররাও আছেন। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ

পাকিস্তান একাদশ 
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত