
বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচ শুরু হয়ে এতক্ষণে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে। কিন্তু বেরসিক বৃষ্টি তা হতে দিলে তো। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হয়েছে ১ ঘণ্টা ১০ মিনিট পড়ে। এরপর দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। ৫০ ওভার ম্যাচের দৈর্ঘ্য এখন কমে নেমে এসেছে ৩০ ওভারে।
বৃষ্টির আগে অবশ্য টস হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্ট হওয়ায় ম্যাচ অফিশিয়ালরা বাধ্য হন ম্যাচের দৈর্ঘ্য কমাতে। ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে।
এর মধ্যে ১৩.৫ ওভার খেলা হওয়ার পর আবারও শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ ছিল ঘণ্টাখানেক। আরও ৬ ওভার কমানো হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয় খেলা। তবে ২৩ মিনিট খেলা হওয়ার পর আবারও মাঠে ফিরেছে বৃষ্টি। ১ ঘণ্টা ৪২ মিনিট পর বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হলে এবার ম্যাচের দৈর্ঘ্য কমেছে আরও ১০ ওভার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ২ উইবেটে ১৫৯ রান তুলেছে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন উইল ইয়ং ও টম লাথাম। এরই মধ্যে ১৫৪ রানের জুটি গড়েছেন দুজনে। ইয়ং ৫৭ রানে ব্যাটিং করছেন এবং অধিনায়ক লাথাম ৮২ রান করে অপরাজিত আছেন।
এর আগে অবশ্য লাথামকে জীবন দিয়েছেন সৌম্য সরকার। মোস্তাফিজুর রহমানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে ১৮ রানের সময় বেঁচে যান কিউই অধিনায়ক। শরীরের থেকে বলের খানিকটা দূরত্ব থাকলেও ক্যাচ ছিল একেবারেই সহজ। কিন্তু দলে ফেরা সৌম্য বল হাতে জমাতে পারেননি।
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারে শরীফুলের জোড়া আঘাত। চার হজম করে বোলিং শুরু করেন শরীফুল। দ্বিতীয় বলে প্রান্ত বদল করায় রাচীন রাবিন্দ্র গিয়েছিলেন ব্যাটিং প্রান্তে। গুড লেংথের অফ স্টাম্পে লাইন ধরে রাখা বল খোঁচা দিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন (০)। বিশ্বকাপে দারুণ সময় পার করে প্রথম ওয়ানডে ম্যাচে রীতিমতো ব্যর্থ হলেন এই ওপেনার। প্রায় কাছাকাছি ওভারের শেষ ডেলিভারি। বাড়তি বাউন্স, অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বল। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নিকোলসের (০) ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে। ৫ রানে ২ উইকেট পড়ার পর চলছে লাথাম-ইয়ংয়ের জুটি।

বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচ শুরু হয়ে এতক্ষণে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে। কিন্তু বেরসিক বৃষ্টি তা হতে দিলে তো। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হয়েছে ১ ঘণ্টা ১০ মিনিট পড়ে। এরপর দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। ৫০ ওভার ম্যাচের দৈর্ঘ্য এখন কমে নেমে এসেছে ৩০ ওভারে।
বৃষ্টির আগে অবশ্য টস হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্ট হওয়ায় ম্যাচ অফিশিয়ালরা বাধ্য হন ম্যাচের দৈর্ঘ্য কমাতে। ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে।
এর মধ্যে ১৩.৫ ওভার খেলা হওয়ার পর আবারও শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ ছিল ঘণ্টাখানেক। আরও ৬ ওভার কমানো হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয় খেলা। তবে ২৩ মিনিট খেলা হওয়ার পর আবারও মাঠে ফিরেছে বৃষ্টি। ১ ঘণ্টা ৪২ মিনিট পর বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হলে এবার ম্যাচের দৈর্ঘ্য কমেছে আরও ১০ ওভার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ২ উইবেটে ১৫৯ রান তুলেছে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন উইল ইয়ং ও টম লাথাম। এরই মধ্যে ১৫৪ রানের জুটি গড়েছেন দুজনে। ইয়ং ৫৭ রানে ব্যাটিং করছেন এবং অধিনায়ক লাথাম ৮২ রান করে অপরাজিত আছেন।
এর আগে অবশ্য লাথামকে জীবন দিয়েছেন সৌম্য সরকার। মোস্তাফিজুর রহমানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে ১৮ রানের সময় বেঁচে যান কিউই অধিনায়ক। শরীরের থেকে বলের খানিকটা দূরত্ব থাকলেও ক্যাচ ছিল একেবারেই সহজ। কিন্তু দলে ফেরা সৌম্য বল হাতে জমাতে পারেননি।
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারে শরীফুলের জোড়া আঘাত। চার হজম করে বোলিং শুরু করেন শরীফুল। দ্বিতীয় বলে প্রান্ত বদল করায় রাচীন রাবিন্দ্র গিয়েছিলেন ব্যাটিং প্রান্তে। গুড লেংথের অফ স্টাম্পে লাইন ধরে রাখা বল খোঁচা দিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন (০)। বিশ্বকাপে দারুণ সময় পার করে প্রথম ওয়ানডে ম্যাচে রীতিমতো ব্যর্থ হলেন এই ওপেনার। প্রায় কাছাকাছি ওভারের শেষ ডেলিভারি। বাড়তি বাউন্স, অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বল। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নিকোলসের (০) ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে। ৫ রানে ২ উইকেট পড়ার পর চলছে লাথাম-ইয়ংয়ের জুটি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে