
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে শেষ হলো ২০২৪ আইপিএল। একতরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে কলকাতা পাচ্ছে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার। রানের বন্যা বইয়ে দেওয়া বিরাট কোহলিও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবারের আইপিএলে অর্থ পুরস্কার বরাদ্দ ছিল ৪৬ কোটি ৫০ লাখ রুপি, যার মধ্যে চ্যাম্পিয়ন কলকাতা পেল ২০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৮ কোটি ২২ লাখ টাকা। রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল সাড়ে ৬ কোটি রুপি। বেঙ্গালুরুকে হারিয়ে এলিমিনেটর বাধা পেরোনো রাজস্থান রয়্যালস পেয়েছে ৭ কোটি রুপি। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিতে হয় রাজস্থানকে।
৭৪১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি পাচ্ছেন ১০ লাখ রুপি (বাংলাদেশি ১৪ লাখ ১০ হাজার টাকা)। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচ ফিফটি। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। প্রথম ৮ ম্যাচে এক ম্যাচ জেতায় বেঙ্গালুরুর প্লে-অফ খেলা এক রকম শঙ্কার মধ্যে পড়ে যায়। তখনই তারা টানা ছয় ম্যাচ জিতে জায়গা করে নেয় প্লে-অফে।
এবারের আইপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের বোলার পাচ্ছেন ১০ লাখ রুপি। ৯.৭৩ ইকোনমিতে বোলিং করেছেন। তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে। অলরাউন্ড পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন। কলকাতার জার্সিতে করেছেন ৪৮৮ রান। গড় ও স্ট্রাইক রেট ৩৪.৮৫ ও ১৮০.৭৪। ৬.৬৯ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
রানবন্যার ২০২৪ আইপিএলে ১২৬০ ছক্কা ও ২১৭৪ চার হয়েছে। সর্বোচ্চ চার ও ছক্কা—দুটি রেকর্ডই হায়দরাবাদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৬৪ চার মেরেছেন ট্রাভিস হেড। সর্বোচ্চ ৪২ ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে সেরা পিচ ও মাঠের পুরস্কার।
আরও পড়ুন:

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে শেষ হলো ২০২৪ আইপিএল। একতরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে কলকাতা পাচ্ছে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার। রানের বন্যা বইয়ে দেওয়া বিরাট কোহলিও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবারের আইপিএলে অর্থ পুরস্কার বরাদ্দ ছিল ৪৬ কোটি ৫০ লাখ রুপি, যার মধ্যে চ্যাম্পিয়ন কলকাতা পেল ২০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৮ কোটি ২২ লাখ টাকা। রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল সাড়ে ৬ কোটি রুপি। বেঙ্গালুরুকে হারিয়ে এলিমিনেটর বাধা পেরোনো রাজস্থান রয়্যালস পেয়েছে ৭ কোটি রুপি। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিতে হয় রাজস্থানকে।
৭৪১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি পাচ্ছেন ১০ লাখ রুপি (বাংলাদেশি ১৪ লাখ ১০ হাজার টাকা)। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচ ফিফটি। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। প্রথম ৮ ম্যাচে এক ম্যাচ জেতায় বেঙ্গালুরুর প্লে-অফ খেলা এক রকম শঙ্কার মধ্যে পড়ে যায়। তখনই তারা টানা ছয় ম্যাচ জিতে জায়গা করে নেয় প্লে-অফে।
এবারের আইপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের বোলার পাচ্ছেন ১০ লাখ রুপি। ৯.৭৩ ইকোনমিতে বোলিং করেছেন। তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে। অলরাউন্ড পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন। কলকাতার জার্সিতে করেছেন ৪৮৮ রান। গড় ও স্ট্রাইক রেট ৩৪.৮৫ ও ১৮০.৭৪। ৬.৬৯ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
রানবন্যার ২০২৪ আইপিএলে ১২৬০ ছক্কা ও ২১৭৪ চার হয়েছে। সর্বোচ্চ চার ও ছক্কা—দুটি রেকর্ডই হায়দরাবাদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৬৪ চার মেরেছেন ট্রাভিস হেড। সর্বোচ্চ ৪২ ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে সেরা পিচ ও মাঠের পুরস্কার।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে