
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান খেলেছে দাপটের সঙ্গে। বাংলাদেশকে সেই সিরিজে ধবলধোলাই করার নেপথ্যের অন্যতম নায়ক মোহাম্মদ হারিস। বিস্ফোরক এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে। তিন অঙ্ক ছুঁয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন পাকিস্তানি এই ব্যাটার।
সাপ্তাহিক র্যাঙ্কিং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ হালনাগাদ করেছে। নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন হারিস। তাঁর রেটিং পয়েন্ট ৫৮০। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৭৯ রান করেছেন। যেখানে ১ জুন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৬ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৮ চার ও ৭ ছক্কা মেরেছেন পাকিস্তানি এই ব্যাটার। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই তিনি পেয়েছেন। সিরিজে ব্যাটিং করেছেন ২০১.১২ স্ট্রাইক রেটে।
হারিসের সতীর্থদেরও সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন হাসান নাওয়াজ। হারিসের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১২১ রান করেছেন হাসান। ৫৪০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪৫ নম্বরে হাসান ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। কিউই ক্রিকেটার এক ধাপ নেমেছেন। বাংলাদেশকে ধবলধোলাইয়ের পর পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাও বড় লাফ দিয়েছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠে এসেছেন সালমান।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন আব্বাস আফ্রিদি। লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডেথ ওভারে রান আটকাতে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আফ্রিদির সঙ্গে যৌথভাবে ১৯ নম্বরে অ্যানরিখ নরকিয়া ও হারিস রউফ। বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শাদাব খানেরও উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে অবস্থান করছেন শাদাব।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৩ পর্যন্ত অবস্থান আগের মতোই রয়েছে। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো শীর্ষ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই তালিকায় দুই ও তিনে থাকা মার্কাস স্টয়নিস ও লিয়াম লিভিংস্টোনের রেটিং পয়েন্ট ২১০ ও ২০৯। লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে তিনে নেপালের দীপেন্দ্র সিং ঐরি। এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৭ নম্বর পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জ্যাকব ডাফি। ৭০৭ ও ৭০৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে আকিল হোসেন ও বরুণ চক্রবর্তী।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম আট পর্যন্ত অবস্থান আছে আগের মতোই। শীর্ষ তিনে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও ফিল সল্টের রেটিং পয়েন্ট ৮৫৬, ৮২৯ ও ৮১৬। সেরা দশে জায়গা করে নিয়েছেন কুশল পেরেরা ও রিজা হেনড্রিকস। সমান ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ৯ নম্বরে পেরেরা ও হেনড্রিকস। দুজনেই এগিয়েছেন এক ধাপ করে। আর পাকিস্তান সিরিজে ঝোড়ো ব্যাটিংয়ের পর র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৩৫.৩৩ গড় ও ১৫৫.৮৮ স্ট্রাইক রেটে করেন ১০৬ রান।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৪ ঘণ্টা আগে