আজকের পত্রিকা ডেস্ক

ইশ, যদি ১২ জানুয়ারির আগে ছন্দে থাকতেন শরীফুল ইসলাম, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির দলে হয়তো সুযোগ মিলত! তবে এসব ‘যদি-কিন্তু’র হিসেব নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
এবারের বিপিএলে শরীফুল চিটাগং কিংসের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ৮.১৪ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তবে শুরুতে তিনি ছিলেন আরও খরুচে। শেষ ভাগে এসে জ্বলে উঠেছেন বিধায় ইকোনমিটা অনেক কমিয়ে আনতে পেরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত রাতে ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ শেষে চিটাগংয়ের প্রতিনিধি হিসেবে শরীফুল যখন সংবাদ সম্মেলনে আসেন, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তাঁকে। আইসিসির টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ রয়েছে কি না, এ ব্যাপারে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘না না। সৃষ্টিকর্তা যখন যা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে পরে কোনো ব্যাপার না।’
গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের প্রথম দিকে শরীফুল ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিলত কি না, সেটার উত্তর দিতে গিয়ে হাসি দিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘জানি না। আফসোস নেই। সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছুই লিখে রেখেছেন কপালে ইনশাআল্লাহ।’
এবারের বিপিএলে ১২ উইকেটের ৯টিই শরীফুল পেয়েছেন শেষ ৬ ম্যাচে। টুর্নামেন্টের শেষ দিকে এসে ছন্দ ফিরে পাওয়ায় গত রাতে তাঁর চোখেমুখে দেখা গেছে তৃপ্তির ঝলক। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি। সৃষ্টিকর্তা যেটা কপালে রেখেছেন, সেটাই হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রয়েছে। প্রথমে খারাপ খেলার পর এখন ভালো খেলায় খুশি।’

ইশ, যদি ১২ জানুয়ারির আগে ছন্দে থাকতেন শরীফুল ইসলাম, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির দলে হয়তো সুযোগ মিলত! তবে এসব ‘যদি-কিন্তু’র হিসেব নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
এবারের বিপিএলে শরীফুল চিটাগং কিংসের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ৮.১৪ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তবে শুরুতে তিনি ছিলেন আরও খরুচে। শেষ ভাগে এসে জ্বলে উঠেছেন বিধায় ইকোনমিটা অনেক কমিয়ে আনতে পেরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত রাতে ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ শেষে চিটাগংয়ের প্রতিনিধি হিসেবে শরীফুল যখন সংবাদ সম্মেলনে আসেন, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তাঁকে। আইসিসির টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ রয়েছে কি না, এ ব্যাপারে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘না না। সৃষ্টিকর্তা যখন যা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে পরে কোনো ব্যাপার না।’
গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের প্রথম দিকে শরীফুল ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিলত কি না, সেটার উত্তর দিতে গিয়ে হাসি দিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘জানি না। আফসোস নেই। সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছুই লিখে রেখেছেন কপালে ইনশাআল্লাহ।’
এবারের বিপিএলে ১২ উইকেটের ৯টিই শরীফুল পেয়েছেন শেষ ৬ ম্যাচে। টুর্নামেন্টের শেষ দিকে এসে ছন্দ ফিরে পাওয়ায় গত রাতে তাঁর চোখেমুখে দেখা গেছে তৃপ্তির ঝলক। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি। সৃষ্টিকর্তা যেটা কপালে রেখেছেন, সেটাই হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রয়েছে। প্রথমে খারাপ খেলার পর এখন ভালো খেলায় খুশি।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে