নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইশ, যদি ১২ জানুয়ারির আগে ছন্দে থাকতেন শরীফুল ইসলাম, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির দলে হয়তো সুযোগ মিলত! তবে এসব ‘যদি-কিন্তু’র হিসেব নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
এবারের বিপিএলে শরীফুল চিটাগং কিংসের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ৮.১৪ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তবে শুরুতে তিনি ছিলেন আরও খরুচে। শেষ ভাগে এসে জ্বলে উঠেছেন বিধায় ইকোনমিটা অনেক কমিয়ে আনতে পেরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত রাতে ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ শেষে চিটাগংয়ের প্রতিনিধি হিসেবে শরীফুল যখন সংবাদ সম্মেলনে আসেন, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তাঁকে। আইসিসির টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ রয়েছে কি না, এ ব্যাপারে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘না না। সৃষ্টিকর্তা যখন যা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে পরে কোনো ব্যাপার না।’
গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের প্রথম দিকে শরীফুল ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিলত কি না, সেটার উত্তর দিতে গিয়ে হাসি দিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘জানি না। আফসোস নেই। সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছুই লিখে রেখেছেন কপালে ইনশাআল্লাহ।’
এবারের বিপিএলে ১২ উইকেটের ৯টিই শরীফুল পেয়েছেন শেষ ৬ ম্যাচে। টুর্নামেন্টের শেষ দিকে এসে ছন্দ ফিরে পাওয়ায় গত রাতে তাঁর চোখেমুখে দেখা গেছে তৃপ্তির ঝলক। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি। সৃষ্টিকর্তা যেটা কপালে রেখেছেন, সেটাই হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রয়েছে। প্রথমে খারাপ খেলার পর এখন ভালো খেলায় খুশি।’
ইশ, যদি ১২ জানুয়ারির আগে ছন্দে থাকতেন শরীফুল ইসলাম, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির দলে হয়তো সুযোগ মিলত! তবে এসব ‘যদি-কিন্তু’র হিসেব নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
এবারের বিপিএলে শরীফুল চিটাগং কিংসের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ৮.১৪ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তবে শুরুতে তিনি ছিলেন আরও খরুচে। শেষ ভাগে এসে জ্বলে উঠেছেন বিধায় ইকোনমিটা অনেক কমিয়ে আনতে পেরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত রাতে ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচ শেষে চিটাগংয়ের প্রতিনিধি হিসেবে শরীফুল যখন সংবাদ সম্মেলনে আসেন, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তাঁকে। আইসিসির টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ রয়েছে কি না, এ ব্যাপারে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘না না। সৃষ্টিকর্তা যখন যা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে পরে কোনো ব্যাপার না।’
গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের প্রথম দিকে শরীফুল ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিলত কি না, সেটার উত্তর দিতে গিয়ে হাসি দিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘জানি না। আফসোস নেই। সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছুই লিখে রেখেছেন কপালে ইনশাআল্লাহ।’
এবারের বিপিএলে ১২ উইকেটের ৯টিই শরীফুল পেয়েছেন শেষ ৬ ম্যাচে। টুর্নামেন্টের শেষ দিকে এসে ছন্দ ফিরে পাওয়ায় গত রাতে তাঁর চোখেমুখে দেখা গেছে তৃপ্তির ঝলক। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি। সৃষ্টিকর্তা যেটা কপালে রেখেছেন, সেটাই হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রয়েছে। প্রথমে খারাপ খেলার পর এখন ভালো খেলায় খুশি।’
বরিশাল শহরের বেলস পার্ক তখন লোকারণ্য। এখানে বিপিএল ট্রফি নিয়ে আসবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়রা। ট্রফি এবং জাতীয় ক্রিকেটারদের দেখতে দুপুর থেকেই জড়ো হতে থাকেন স্থানীয় মানুষ। তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক।
১৩ ঘণ্টা আগেঅবশেষে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেলেন হামজা চৌধুরী। তাকে নিয়েই এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৪ ঘণ্টা আগেতীব্র রোদে বেলা ১টা থেকে বেলসপার্ক মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার দর্শক—কখন আসবে ফরচুন বরিশাল টিম। কখন দেখা যাবে বিপিএল চ্যাম্পিয়ন তামিম-মুশফিকেরা। অপেক্ষা যেন আর শেষ হয় না। দীর্ঘ অপেক্ষার পর যখন নায়কেরা এলেন বেলসপার্কে, মাত্র ৩-৪ মিনিট থেকেই আবার বিদায় তাঁদের।
১৫ ঘণ্টা আগেসময় পেরিয়ে গেছে এক সপ্তাহের বেশি। কিন্তু কোচ-ফুটবলারদের দ্বন্দ্বে এখনো কোনো সুরহা করতে পারেনি বাফুফে। গতকালও বাফুফে ভবনে এসেছিলেন সভাপতি তাবিথ আউয়াল। অডিট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ জানান, দ্রুতই নারী ফুটবলে সব সমস্যা সমাধান হবে।
১৬ ঘণ্টা আগে