
আয়োজন দেখে যে কারও মনে হবে, আহমেদাবাদে হয়তো কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক ম্যাচের নিরাপত্তার জন্য প্রায় ১১ হাজার পুলিশের মোতায়েন তেমনি ভাবতে বাধ্য করবে যে কাউকে। এমনটা মনে হওয়া আরও স্বাভাবিক হবে, যেহেতু ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর বিশ্বজুড়ে সেটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ছাড়া দুই বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো লেগেই আছে।
তবে আহমেদাবাদে বাস্তবে রক্তক্ষয়ী যুদ্ধ না হলেও লড়াই কিন্তু হবে। আর সেটা হবে ২২ গজের পিচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে। দুই দলের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস উত্তেজনা। আর বিশ্বকাপের মতো মঞ্চে তা কয়েক গুণ বেড়ে যায়। এমন উত্তেজনাকর ম্যাচে তাই স্বাভাবিকভাবেই নিরাপত্তার ব্যাপারটি মুখ্য হয়ে দাঁড়ায়। কেননা, বিশ্বের সর্বোচ্চ আসনসংখ্যার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি হবে। ১ লাখ ৩২ হাজার দর্শকের চাপ সামলানো তাই চাট্টিখানি কথা নয়। ম্যাচ দেখার জন্য আহমেদাবাদে হুহু করে বেড়েছে দর্শক-সমর্থকদের সংখ্যা। হোটেলের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় অনেকে স্বাস্থ্য চেকআপের নামে হাসপাতালে জায়গা নিয়েছেন।
তা ছাড়া দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্বকাপের ম্যাচটির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ১১ হাজার পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার। যার অর্থ প্রতি ১২ জন দর্শকের জন্য ১ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ম্যাচ চলাকালীন ড্রোনের ব্যবস্থাও করা হয়েছে। ড্রোনগুলো ১২০ মিটার উঁচুতে ১২ ঘণ্টা উড়বে। স্টেডিয়ামের বাইরে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা দেবে।
তবে বাইরের এই যুদ্ধ যুদ্ধ সাজ নিয়ে কোনো চিন্তা করেন না বলে জানিয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বাইরের বিষয় নিয়ে চিন্তা করি না। যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার দিকেই লক্ষ্য রাখি।’
ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান সাতবার মুখোমুখি হয়েছে। তবে কোনোবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আগামীকাল প্রথম জয়ের আশায় আহমেদাবাদে নামবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

আয়োজন দেখে যে কারও মনে হবে, আহমেদাবাদে হয়তো কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক ম্যাচের নিরাপত্তার জন্য প্রায় ১১ হাজার পুলিশের মোতায়েন তেমনি ভাবতে বাধ্য করবে যে কাউকে। এমনটা মনে হওয়া আরও স্বাভাবিক হবে, যেহেতু ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর বিশ্বজুড়ে সেটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ছাড়া দুই বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো লেগেই আছে।
তবে আহমেদাবাদে বাস্তবে রক্তক্ষয়ী যুদ্ধ না হলেও লড়াই কিন্তু হবে। আর সেটা হবে ২২ গজের পিচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে। দুই দলের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস উত্তেজনা। আর বিশ্বকাপের মতো মঞ্চে তা কয়েক গুণ বেড়ে যায়। এমন উত্তেজনাকর ম্যাচে তাই স্বাভাবিকভাবেই নিরাপত্তার ব্যাপারটি মুখ্য হয়ে দাঁড়ায়। কেননা, বিশ্বের সর্বোচ্চ আসনসংখ্যার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি হবে। ১ লাখ ৩২ হাজার দর্শকের চাপ সামলানো তাই চাট্টিখানি কথা নয়। ম্যাচ দেখার জন্য আহমেদাবাদে হুহু করে বেড়েছে দর্শক-সমর্থকদের সংখ্যা। হোটেলের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় অনেকে স্বাস্থ্য চেকআপের নামে হাসপাতালে জায়গা নিয়েছেন।
তা ছাড়া দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্বকাপের ম্যাচটির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ১১ হাজার পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার। যার অর্থ প্রতি ১২ জন দর্শকের জন্য ১ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ম্যাচ চলাকালীন ড্রোনের ব্যবস্থাও করা হয়েছে। ড্রোনগুলো ১২০ মিটার উঁচুতে ১২ ঘণ্টা উড়বে। স্টেডিয়ামের বাইরে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা দেবে।
তবে বাইরের এই যুদ্ধ যুদ্ধ সাজ নিয়ে কোনো চিন্তা করেন না বলে জানিয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বাইরের বিষয় নিয়ে চিন্তা করি না। যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার দিকেই লক্ষ্য রাখি।’
ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান সাতবার মুখোমুখি হয়েছে। তবে কোনোবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আগামীকাল প্রথম জয়ের আশায় আহমেদাবাদে নামবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে