Ajker Patrika

নারী ডিপিএল

প্রথম দিনেই ৬ উইকেট নিয়ে চমকে দিলেন আশা

আজকের পত্রিকা ডেস্ক­
প্রথম দিনেই ৬ উইকেট নিয়ে চমকে দিলেন আশা
৬ উইকেট নিয়ে ম্যাচসেরা সানধিয়া ইসলাম আশা। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের প্রথম দিনেই চমক। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব হোঁচট খেয়েছে নবাগত শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে। অন্যদিকে, গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তবে দিনের সবচেয়ে বড় চমক গুলশান ইয়ুথের সানধিয়া ইসলাম আশার দুর্দান্ত বোলিং—মাত্র ৯ রানে ৬ উইকেট!

এক যুগেরও বেশি সময় পর আজ নারী ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ নারী দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া মোহামেডানকে ৫৩ রানে হারিয়েছে শেলটেক। ৮৩ রানের ইনিংস খেলে শেলটেকের জয়ে অবদান রাখেন সুমাইয়া আকতার। আর মোহামেডানের সর্বোচ্চ ৭৩ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তবে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন শেলটেকের ফাহিম খাতুন। ব্যাটিংয়ে ১৮ রানের পাশাপাশি ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

বিকেএসপিতে বাংলাদেশ পুলিশের ৯৮ রানের জবাবে আবাহনী মাত্র ১৪৭ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে। অধিনায়ক ফারজানা হক পিংকির ফিফটির পর দলের জয়ে বড় অবদান রাখেন রিয়া আকতার। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রিয়া।

দিনের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স আসে গুলশান ইয়ুথের সিনথিয়া ইসলামের হাত ধরে। তাঁর ঘূর্ণি জাদুতে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ৯ রানে ৬ উইকেট নেওয়ার পর ব্যাটাররাও তাঁর কাজ সহজ করে দেন। মাত্র ১৭ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুলশান ইয়ুথ। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে সানধিয়ার হাতেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত