
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৮ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৪২ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে