
ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে।
সৌরভের সেই উদ্যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়।
সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’
কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন এমন করেছিলাম।’

ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে।
সৌরভের সেই উদ্যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়।
সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’
কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন এমন করেছিলাম।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে