
ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে।
সৌরভের সেই উদ্যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়।
সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’
কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন এমন করেছিলাম।’

ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে।
সৌরভের সেই উদ্যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়।
সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’
কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন এমন করেছিলাম।’

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে