
লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’

লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে