
বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে