
বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩৫ মিনিট আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে