
বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে