ক্রীড়া ডেস্ক

বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।
২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’
২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।

বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।
২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’
২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২৫ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে