Ajker Patrika

লঙ্কানদের বিপক্ষে  দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন কিউই পেসার

লঙ্কানদের বিপক্ষে  দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন কিউই পেসার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে অন্যতম সেরা পারফরম্যান্স করেছেন ম্যাট হেনরি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও। বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোলেন কিউই এই পেসার।

অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ ওভারে ১২ রান দিয়েও হেনরি ছিলেন উইকেটশূন্য। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। আর তৃতীয় ওয়ানডেতে ১০ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। তাতে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন। ১০ নম্বর থেকে পাঁচে উঠে এসেছেন কিউই এই পেসার।

উন্নতি হয়েছে ড্যারিল মিচেলেরও। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ নম্বর থেকে ২১ নম্বরে উঠে এসেছেন মিচেল। অকল্যান্ডে গত রোববার প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন মিচেল। অন্যদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন চারিথ আসালাঙ্কা। ১২ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন আসালাঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মূল ম্যাচে ৪১ বলে ৬৭ রান এবং সুপার ওভারে লঙ্কানদের ম্যাচ জিতিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে দশ নম্বরে উঠে এসেছেন মাহিশ থিকসানা।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচে আছেন এইডেন মার্করাম। ওয়ানডেতেও উন্নতি হয়েছে প্রোটিয়া এই ব্যাটারের। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন মার্করাম। গত রোববার জোহানেসবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন প্রোটিয়া এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত