নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর সেই কথা নিশ্চয়ই মনে আছে। চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে খেলতে গেলেও টুর্নামেন্টে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এবার আর সেই ভুলটা করতে চান না বাংলাদেশ অধিনায়ক।
প্রসঙ্গটা এসেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কারণে। লর্ডসে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলেনে শান্ত যখন এলেন, তখন উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা। বাংলাদেশ কি কোনোদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে—এমন প্রশ্ন এসেছে অধিনায়কের কাছে। উত্তরে শান্ত বলেন, ‘এটা তো অনেক বড়। এত দূরে এখন যদি আমি চিন্তা করি, তাহলে বোকামি হবে বলে মনে করি। ছোট ছোটভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে খুব ভালো।’
২০১৯ সাল থেকে শুরু করে এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন চক্র শেষ হতে যাচ্ছে। আইসিসির এই ইভেন্টে তিন চক্র মিলিয়ে ৩১ টেস্ট খেলে জিতেছে কেবল পাঁচ টেস্ট। প্রথম দুই চক্রে (২০১৯-২১, ২০২১-২৩) বাংলাদেশ শেষ করেছে ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে। চলমান ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ প্রথম দুই বারের চেয়ে ভালো খেলেছে। এই চক্রে দলটি জিতেছে চার টেস্ট। শেষ করেছে সাত নম্বরে থেকে। এবারের চক্রেও অংশ নিয়েছে ৯ দল।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র বাংলাদেশ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। ১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। শান্তর মতে ধাপে ধাপে এগোলে বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অসম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আপনি যদি দেখেন, যখন আমরা শুরু করেছিলাম, এর আগের চক্রে একটা ম্যাচ জিতেছি। সবশেষ চক্রে চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে আরও দুই-তিনটা ম্যাচ বেশি জিততে পারি। এভাবে ছোট ছোট চিন্তা করে যদি এগোতে পারি, তাহলে কেন নয় যে একটা সময় বাংলাদেশ হয়তো ফাইনাল খেলবে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বছর, পরবর্তী ২ বছরের মধ্যে গত বছরের চেয়ে ভালো ফল করছি।’
২০২৩-২৫ চক্রে বাংলাদেশ যে চার ম্যাচ জিতেছে, তার মধ্যে তিনটিই বিদেশের মাঠে। শান্তর নেতৃত্বে গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। এই চক্রে ঘরের মাঠে বাংলাদেশ জেতে কেবল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা,দক্ষিণ আফ্রিকা—দুই দলের বিপক্ষে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ঘরের মাঠে হয়েছে ধবলধোলাই। গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে বলে আমি মনে করি। ঘরের মাঠে গত চক্রে খুবই বাজে খেলেছিলাম। যদি দেশের মাঠে আরেকবার ভালো খেলতে পারতাম, তাহলে হয়তো জয়ের সংখ্যাটা বাড়ত আরেকটু। ঘরের মাঠের টেস্টগুলো কীভাবে জিততে পারি, সেই চিন্তা করছি। ঘরের মাঠে টেস্টের সময় আরেকটু পরিকল্পনা করে খেলব আমরা। দেশের বাইরে ভালো করার আত্মবিশ্বাস কাজে দেবে।’
টেস্ট দিয়েই মূলত শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর সেই কথা নিশ্চয়ই মনে আছে। চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে খেলতে গেলেও টুর্নামেন্টে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এবার আর সেই ভুলটা করতে চান না বাংলাদেশ অধিনায়ক।
প্রসঙ্গটা এসেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কারণে। লর্ডসে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলেনে শান্ত যখন এলেন, তখন উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা। বাংলাদেশ কি কোনোদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে—এমন প্রশ্ন এসেছে অধিনায়কের কাছে। উত্তরে শান্ত বলেন, ‘এটা তো অনেক বড়। এত দূরে এখন যদি আমি চিন্তা করি, তাহলে বোকামি হবে বলে মনে করি। ছোট ছোটভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে খুব ভালো।’
২০১৯ সাল থেকে শুরু করে এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন চক্র শেষ হতে যাচ্ছে। আইসিসির এই ইভেন্টে তিন চক্র মিলিয়ে ৩১ টেস্ট খেলে জিতেছে কেবল পাঁচ টেস্ট। প্রথম দুই চক্রে (২০১৯-২১, ২০২১-২৩) বাংলাদেশ শেষ করেছে ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে। চলমান ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ প্রথম দুই বারের চেয়ে ভালো খেলেছে। এই চক্রে দলটি জিতেছে চার টেস্ট। শেষ করেছে সাত নম্বরে থেকে। এবারের চক্রেও অংশ নিয়েছে ৯ দল।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র বাংলাদেশ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। ১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। শান্তর মতে ধাপে ধাপে এগোলে বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অসম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আপনি যদি দেখেন, যখন আমরা শুরু করেছিলাম, এর আগের চক্রে একটা ম্যাচ জিতেছি। সবশেষ চক্রে চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে আরও দুই-তিনটা ম্যাচ বেশি জিততে পারি। এভাবে ছোট ছোট চিন্তা করে যদি এগোতে পারি, তাহলে কেন নয় যে একটা সময় বাংলাদেশ হয়তো ফাইনাল খেলবে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বছর, পরবর্তী ২ বছরের মধ্যে গত বছরের চেয়ে ভালো ফল করছি।’
২০২৩-২৫ চক্রে বাংলাদেশ যে চার ম্যাচ জিতেছে, তার মধ্যে তিনটিই বিদেশের মাঠে। শান্তর নেতৃত্বে গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। এই চক্রে ঘরের মাঠে বাংলাদেশ জেতে কেবল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা,দক্ষিণ আফ্রিকা—দুই দলের বিপক্ষে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ঘরের মাঠে হয়েছে ধবলধোলাই। গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে বলে আমি মনে করি। ঘরের মাঠে গত চক্রে খুবই বাজে খেলেছিলাম। যদি দেশের মাঠে আরেকবার ভালো খেলতে পারতাম, তাহলে হয়তো জয়ের সংখ্যাটা বাড়ত আরেকটু। ঘরের মাঠের টেস্টগুলো কীভাবে জিততে পারি, সেই চিন্তা করছি। ঘরের মাঠে টেস্টের সময় আরেকটু পরিকল্পনা করে খেলব আমরা। দেশের বাইরে ভালো করার আত্মবিশ্বাস কাজে দেবে।’
টেস্ট দিয়েই মূলত শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৮ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে