
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত।
পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’
বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি।
হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত।
পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’
বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি।
হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু সব আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মিটিং করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৯ মিনিট আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
৩২ মিনিট আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৩৭ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে