
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের।
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।
সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে।
ভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের।
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।
সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে।
ভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১০ ঘণ্টা আগে