Ajker Patrika

শুরুতেই কাঁপাকাঁপি নিয়ে চিন্তিত শান্ত

শুরুতেই কাঁপাকাঁপি নিয়ে চিন্তিত শান্ত

খেলাটা টি-টোয়েন্টি। কিন্তু বাংলাদেশ যেভাবে গোয়ালিয়রে গতকাল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করল—কে বলবে নাজমুল হোসেন শান্তরা বিশ ওভারের ম্যাচ খেলতে নেমেছেন! সেই তো আগের মতো ‘শুধু আসা, শুধু যাওয়ার’ তাড়া। 

১২০ বলের ম্যাচে স্কোর ১২৭, অলআউট ১৯.৫ ওভারে। একে কোনোভাবেই টি-টোয়েন্টিসুলভ বলা যায় না। যেখানে ভারত লক্ষ্য তাড়ায় ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে। বাংলাদেশের হয়ে চাপের মুখে সর্বোচ্চ রান ৩৫—মেহেদী হাসান মিরাজের। শুধু দুজনের স্ট্রাইক রেট ২০০ ছুঁয়েছে—লিটন দাস ও রিশাদ হোসেনের। কিন্তু প্রথমজন ৪ ও দ্বিতীয় জন ফেরেন ১১ রান নিয়ে। 

রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জয়ের সাফল্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে সাদা পোশাকের ক্রিকেটে আগেই সিরিজ হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। টি-টোয়েন্টি সিরিজেও বাজে ব্যাটিংয়ে হার। অবশ্য এই সংস্করণে বাংলাদেশের সাফল্য হাতেগোনা। গতরাতে হারের পর শান্তও সেটি স্বীকার করলেন। তবে নিজেদের এত খারাপ দল ভাবতেও নারাজ বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা এ ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না, আমরা এত খারাপ দল। (উইকেট) একটু স্লো ছিল, আমরা যখন ব্যাটিং করেছি। আমার মনে হয় উইকেট খুব ভালো ছিল। খুব বেশি যে স্লো ছিল তা না।’ 

পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ছিল—২/২৯। আর তিন অঙ্ক ছোঁয়ার আগেই হারায় ৭ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার দৃশ্য এ আর নতুন কী! অনেকবার সমস্যার কথা বললেও সমাধান আসেনি। সমস্যাটা কোথায় হচ্ছে শান্ত সেটি আরেকবার বললেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, ‘আমাদের দলের এখন সমস্যা দুটি—মানসিক ও দক্ষতা। সিরিজে ফিরতে হলে এ দুটো জায়গা দ্রুত সমাধান করতে হবে।’ 

আগামী ২৭ ডিসেম্বর কানপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এখানে হেরেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন শান্তরা। কানপুর যদি দ্বিতীয় টি-টোয়েন্টি হারেন তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে তারুণ্যনির্ভর ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং হলেও ঘুরে দাঁড়াতে চান শান্তরা। সেই ম্যাচের দিকেই এখন যত মনোযোগ বাংলাদেশ অধিনায়কের, ‘ঘুরে তো অবশ্যই আমাদের দাঁড়াতে হবে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এই সিরিজে যেন আমরা প্রত্যাবর্তন করতে পারি সে চেষ্টা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ।’ 

টি-টোয়েন্টিতে যখন অন্য দলগুলো পাওয়ার প্লেতে হার্ড হিটিংয়ে রান করার দিকে নজর দেয়, সেখানে বাংলাদেশ ওয়ানডে মেজাজে ব্যাট চালায়। ওপেনিংয়ে রান তো হচ্ছেই না, উল্টো দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে আসছে। এই সমস্যা নিয়ে শান্ত বলেছেন, ‘পাওয়ার–প্লে তে আমাদের সমস্যা হচ্ছে সত্য। প্রথম ৬ ওভারে বেশি উইকেট পড়েছে। প্রথম ৬ ওভারে যদি ১-২টা উইকেট পড়ত তাহলে হয়তো টেনে নেওয়া যেত। কিন্তু বেশি উইকেট পরায় আমাদের জন্য চাপ হয়ে গিয়েছে। পরে ব্যাট করা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক দিন ধরেই সংগ্রাম করছি এই পাওয়ার প্লেতে। এখান থেকে কামব্যাক করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’ 

চাপের মুখেও মাহমুদউল্লাহ রিয়াদের মতন অভিজ্ঞ ব্যাটার দ্রুত উইকেট দিয়ে এসেছেন। লিটন খেলতে পারেননি প্রত্যাশিত ইনিংস। ২ বছর পর দলে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন নিজেই নিজের উইকেট দিয়ে এসেছেন। জাকের আলী অনিকের ব্যাটিং কৌশলে দুর্বলতা দেখা দিয়েছে আরও প্রকট হয়ে। দলে পাওয়ার হিটারও নেই। ব্যাটারদের এই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন শান্ত। তবে নির্দিষ্ট কারও ঘাড়ে দোষ দিতে চান না তিনি, ‘আমি আসলে কোনো ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চাই না। আমরা যে ব্যাটিংটা করেছি, আমরা সবাই ভালো ব্যাটিং করিনি। অবশ্যই চাপ থাকবে। আমাদের শট নির্বাচনে আরও সচেতন হতে হবে। আমরা কোন পরিস্থিতিতে কোন শটটা খেলব। বা কোন ধরনের অ্যাপ্রোচ ব্যাটিং করব। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো চিন্তা করার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সঠিক অ্যাপ্রোচে ব্যাটিং করা। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে, এক ম্যাচ খেলে ফেলেছি পরদিন আবার পরিবর্তন করে ফেলব। আবার বুঝতে হবে কোন সময়ে কোন শটটা খেলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত

আইপিএলে কেন কলকাতা নাইট রাইডার্স এবার তাঁকে ১২ কোটি টাকায় নিয়েছে, সেটি খুব ভালোভাবেই আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বুঝিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ একটা পর্যায়ে মোস্তাফিজের নামটা উইকেটশিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল।

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ম্যাচটি খেলে কাল দুপুরে ঢাকায় ফিরে আসার কথা মোস্তাফিজের। এসেই নেমে পড়তে হবে বিপিএল খেলতে। সিলেটে তাঁর দল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ আগামী সোমবারে। ঢাকায় ফিরে দুদিনের সংক্ষিপ্ত বিরতিতে তিনি চলে যাবেন সাতক্ষীরায় গ্রামের বাড়িতে। সেখান থেকে ফিরে দলে যোগ দেবেন রোববার।

বিপিএলে যোগ দেওয়ার আগে একাধিক সুখবর পেলেন মোস্তাফিজ। আইপিএল নিলামে তিনি বিক্রি হয়েছেন রেকর্ড দামে। আরব আমিরাতে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতেও ধারাবাহিক ভালো খেলেছেন। ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আজ শারজার বিপক্ষে শীর্ষ উইকেটশিকারি হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন সতীর্থ ওয়াকার সালামখেইলের সঙ্গে। ওয়াকার ২ উইকেট নিয়ে টপকে যান মোস্তাফিজকে। তবু টুর্নামেন্টজুড়ে যে বোলিং করেছেন মোস্তাফিজ, আজ দেশে ফেরায় তাঁকে নিশ্চিতভাবেই মিস করবে দুবাই ক্যাপিটালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক    
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি

বয়সভিত্তিক ক্রিকেটে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেটির নাম ‘রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ’। সংস্থাটির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, টুর্নামেন্টটি হবে অনেকটা বিসিএলের মতো। যেখানে অংশ নেবে চারটা দল। দলগুলো হলো–পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।

টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে। সেখান থেকে শীর্ষ দুই দল শিরোপার লড়াই করবে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১ টি। মূলত পাইপলাইন সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

সংবাদমাধ্যমকে আমজাদ বলেন, ‘আমরা রাইজিং স্টার অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। এটা বিসিএলের মতই হবে। অনূর্ধ্ব ২৩ এর পর নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট ছিল না। কিন্তু এবার হচ্ছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি আমরা।’

টুর্নামেন্টের ভেন্যু প্রসঙ্গে আমজাদ বলেন, ‘চট্টগ্রামে দুটো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করব। ফাইনাল ঢাকায় হবে। এগুলো ছিল আমাদের প্রধান কিছু সিদ্ধান্ত।’

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৯
জেলা লিগগুলো সচল করতে চায় বিসিবি। ফাইল ছবি
জেলা লিগগুলো সচল করতে চায় বিসিবি। ফাইল ছবি

প্রায় দিনব্যাপী বোর্ড সভার পর সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন। লম্বা অপেক্ষায় থাকা সংবাদমাধ্যম কর্মীদের চমকে দেওয়া কোনো সিদ্ধান্তের কথা জানাননি সংবাদ সম্মেলনে আসা তিন পরিচালক। তবে বোর্ড মিটিংয়ে নেওয়া নতুন দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান।

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

সারা দেশে এক বছরে ১০০ উইকেট তৈরির পরিকল্পনা বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান খালেদ মাসুদ পাইলট বলেন, ‘১০০ উইকেটের পরিকল্পনাটা হচ্ছে মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। মাঠ ছাড়া ক্রিকেটে এগোনো কঠিন। ফতুল্লা ইনসাইড এবং আউটার, সঙ্গে পূর্বাচলে যে মাঠটি আছে, সেগুলোর উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আমরা এই মৌসুমের মধ্যে ১০০টির বেশি উইকেট তৈরির চেষ্টা করছি। আমাদের বিভাগীয় ভেন্যু; যেমন বগুড়া, খুলনা, রাজশাহী—এগুলো ২০ বছর আগের মডেলে চলছে। সেন্টার উইকেটের পাশে আরও উইকেট বাড়িয়ে আমরা এগুলো আধুনিক করতে চাই। বরিশাল মাঠের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে, বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি। আমরা চাই আমাদের বিভাগীয় সদর দপ্তরগুলো একেকটি ‘হাব’ হিসেবে কাজ করুক, যাতে জেলা পর্যায়ের ক্রিকেটাররা ঠিকঠাক যন্ত্রপাতি এবং সুযোগ-সুবিধা পায়।’

১০০ উইকেট তৈরিতে নতুন কোনো মাঠ কেনা হচ্ছে না বলে জানিয়েছেন পাইলট। বর্তমানে যে মাঠগুলো আছে, সেগুলোকে সচল করা এবং আধুনিক উইকেট তৈরি করাই তাঁদের লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

ক্রীড়া ডেস্ক    
অনুশীলনে বল হাতে তারকা লেগস্পিনার। ছবি: রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজ।
অনুশীলনে বল হাতে তারকা লেগস্পিনার। ছবি: রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজ।

নিলামের পর সন্দীপ লামিচানেকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রধান কোচ হান্নান সরকারের ইচ্ছায় এই লেগস্পিনারকে নিয়েছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে গতকাল রাজশাহী শিবিরে যোগ দিয়েছেন তিনি।

আজ দলীয় অনুশীলনেও দেখা গেল লামিচানেকে। এক দিন না যেতেই গোটা দলের মধ্যমণি এই নেপালি ক্রিকেটার। দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। সেখানেই জানিয়েছেন, নিজেদের স্কোয়াডের গভীরতা কাজে লাগিয়ে শিরোপা জেতার লড়াই চালিয়ে যাবে রাজশাহী।

লামিচানে বলেন, ‘আমাদের দলে যে ধরণের সম্ভাবনা রয়েছে তা অসাধারণ। বিশেষ করে যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজশাহী ওয়ারিয়র্সে অনেক প্রতিভা আছে। আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি, তাই তাদের চিনি। আমরা সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত। দলের ভেতরের পরিবেশও এখন খুব ইতিবাচক।’

নিজেদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট লামিচানে। তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, সব জায়গাতেই ভারসাম্য আছে। স্পিনার, ফাস্ট বোলার-সব বিভাগে ভালো খেলোয়াড় আছে। শান্ত দলকে নেতৃত্ব দিচ্ছে। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। দলে ভালো বিদেশি ক্রিকেটারও আছে। সব মিলিয়ে আমাদের দলটা স্বয়ংসম্পূর্ণ। সবাই শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

দর্শকদের হতাশ করতে চান না লামিচানে, ‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ জেতা। এটিই সবচেয়ে সহজ লক্ষ্য। সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং আমরা দল হিসেবে ট্রফি জেতার চেষ্টা করব।’

কীভাবে রাজশাহীতে যোগ দিলেন সে অভিজ্ঞতা জানাতে গিয়ে লামিচানে বলেন, ‘আমি নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল দেখছিলাম। তখন আসাদের কোচ হান্নান সরকার মেসেজ করে জিজ্ঞেস করেন আমি রাজশাহী ওয়ারিয়র্সে খেলতে চাই কিনা। অল্প কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলি। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন, তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত