
বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অনেক কিছুই অর্জন করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ রান, ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়াসহ আরও অনেক কিছু, বিশ্বকাপে যার ফল হাতেনাতেও পেয়েছেন ভারতীয় ব্যাটার।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কোহলি। আর যাঁর সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, সেই শচীনের কাছ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। ক্যারিয়ারের শুরু থেকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য আরও অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়ে আসছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এলেও আরও কয়েক বছর এভাবে বিনোদন দিয়ে যাবেন কোহলি—এমনটিই আশা শচীনের।
কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন শচীন। ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এমনটিই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি মালিক বলেছেন, ‘তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এবং অনেক রানও করা বাকি রয়েছে। প্রচুর ক্ষুধা এবং ইচ্ছা তাকে দেশের জন্য আরও কিছু অর্জনে সহায়তা করবে।’
নিজের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়েও কথা বলেছেন শচীন। তিনি বলেছেন, ‘খুব খুশি যে সে এটা করতে পেরেছে। আমি নিশ্চিত যাত্রাটা এখনই থামছে না। রেকর্ডটি ভারতে থেকে যাওয়ায় খুশি হয়েছি। সব সময় বলে এসেছি, রেকর্ডটি ভারতের এবং ভারতের কাছেই রয়েছে।’
বিশ্বকাপে ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে রেকর্ড ৭৬৫ রান করেছেন কোহলি। তিন সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির ফিফটি করেছেন তিনি। ৪৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন শচীন।

বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অনেক কিছুই অর্জন করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ রান, ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়াসহ আরও অনেক কিছু, বিশ্বকাপে যার ফল হাতেনাতেও পেয়েছেন ভারতীয় ব্যাটার।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কোহলি। আর যাঁর সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, সেই শচীনের কাছ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। ক্যারিয়ারের শুরু থেকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য আরও অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়ে আসছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এলেও আরও কয়েক বছর এভাবে বিনোদন দিয়ে যাবেন কোহলি—এমনটিই আশা শচীনের।
কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন শচীন। ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এমনটিই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি মালিক বলেছেন, ‘তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এবং অনেক রানও করা বাকি রয়েছে। প্রচুর ক্ষুধা এবং ইচ্ছা তাকে দেশের জন্য আরও কিছু অর্জনে সহায়তা করবে।’
নিজের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়েও কথা বলেছেন শচীন। তিনি বলেছেন, ‘খুব খুশি যে সে এটা করতে পেরেছে। আমি নিশ্চিত যাত্রাটা এখনই থামছে না। রেকর্ডটি ভারতে থেকে যাওয়ায় খুশি হয়েছি। সব সময় বলে এসেছি, রেকর্ডটি ভারতের এবং ভারতের কাছেই রয়েছে।’
বিশ্বকাপে ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে রেকর্ড ৭৬৫ রান করেছেন কোহলি। তিন সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির ফিফটি করেছেন তিনি। ৪৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন শচীন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে