Ajker Patrika

যে কারণে ফাইনালে কালো ব্যাজ পরলেন রোহিত-স্টার্করা 

যে কারণে ফাইনালে কালো ব্যাজ পরলেন রোহিত-স্টার্করা 

কালো ব্যাজ পরে আজ লন্ডনের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর সামান্য আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

হুট করে এবং কী কারণে দুই দলের খেলোয়াড়েরা কালো ব্যাজ পরে মাঠে নামেন সেই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট ভক্তদের মনে। ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জাতীয় সংগীত গাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর পর ঘোষণা আসে, কালো ব্যাজ পরার। কয়েক দিন আগে ভারতের প্রদেশ ওডিশায় মারাত্মক ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান প্রদর্শনে কালো ব্যাজ বা আর্মব্যান্ড পরেন রোহিত শর্মা-মিশেল স্টার্করা। 

গত ০২ জুন, তিনটি ট্রেন—যার মধ্যে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় ওডিশার বালাসোর জেলায়। ভারতের রেল ইতিহাসে এটি ভয়ংকরতম দুর্ঘটনা। 

আজ বিকেল থেকে ওভালে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২১ সালে সাউদাম্পটনে ভারতকে হারিয়ে এ আসরের প্রথম শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ আছে টিম ইন্ডিয়ার। 

কালো ব্যাজ পরে ওডিশার ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তারা ভারতের জাতীয় সংগীত গাওয়ার এক ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছে, ‘ওভালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ওডিশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে নীরবতা পালন। তাদের প্রতি সংহতি প্রকাশে টিম ইন্ডিয়া কালো ব্যাজ পরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত