
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আগেই দর্শক প্রবেশের অনুমতির কথা জানিয়েছিল আইসিসি। এবার শুরু হয়েছে টিকিট বিক্রি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে মোট আসনসংখ্যার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। এখানেই হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো। তার আগে প্রথম রাউন্ডের ম্যাচ হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। সেখানে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ হবে। বিশ্বকাপের ওয়েবসাইটে ঢুকে টিকিট কেনা যাবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২৫ টাকা)।। আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ টাকা)।
দর্শক উন্মাদনার কথা মাথায় রেখে টিকিট দিচ্ছে আইসিসি। এ ব্যাপারে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।
এলারডিস বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আইসিসি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফেরাতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।’
ভারত থেকে সরে বিশ্বকাপ হচ্ছে আমিরাত আর ওমানে। তবুও আয়োজক স্বত্ব থাকছে বিসিসিআইয়ের হাতেই। বিশ্বকাপের সব বিষয়ে তাই ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জড়িত। দর্শক ফেরায় খুশি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহও, ‘দর্শক ফেরার ব্যাপারে সহযোগিতা করায় আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকেরা তাদের দলকে সমর্থন করতে আসবেন। টিকিট বিক্রি শুরু হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আগেই দর্শক প্রবেশের অনুমতির কথা জানিয়েছিল আইসিসি। এবার শুরু হয়েছে টিকিট বিক্রি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে মোট আসনসংখ্যার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। এখানেই হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো। তার আগে প্রথম রাউন্ডের ম্যাচ হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। সেখানে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ হবে। বিশ্বকাপের ওয়েবসাইটে ঢুকে টিকিট কেনা যাবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২৫ টাকা)।। আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ টাকা)।
দর্শক উন্মাদনার কথা মাথায় রেখে টিকিট দিচ্ছে আইসিসি। এ ব্যাপারে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।
এলারডিস বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আইসিসি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফেরাতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।’
ভারত থেকে সরে বিশ্বকাপ হচ্ছে আমিরাত আর ওমানে। তবুও আয়োজক স্বত্ব থাকছে বিসিসিআইয়ের হাতেই। বিশ্বকাপের সব বিষয়ে তাই ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জড়িত। দর্শক ফেরায় খুশি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহও, ‘দর্শক ফেরার ব্যাপারে সহযোগিতা করায় আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকেরা তাদের দলকে সমর্থন করতে আসবেন। টিকিট বিক্রি শুরু হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
১০ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে