
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের জন্য ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটানোর পর হাসারাঙ্গার আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এই শ্রীলঙ্কান লেগ স্পিনারকে কেনার চেষ্টা করছে বেঙ্গালুরু।
শেষ পর্যন্ত বেঙ্গালুরুতেই গেলেন হাসারাঙ্গা। জুলাইয়ে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে শিখর ধাওয়ান-হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে বল হাতে দারুণ করেছিলেন এই স্পিনার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন সিরিজ সেরাও। সব মিলিয়ে আইপিএলের ডাক পাওয়াটা হয়ে দাঁড়িয়েছিল সময়ের ব্যাপার।
তবে হাসারাঙ্গার কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন অ্যাডাম জাম্পা! আমিরাতে আইপিএলের বাকি অংশে জাম্পার না খেলার সিদ্ধান্তই রাতারাতি কপাল খুলে দিয়েছে হাসারাঙ্গার। আমিরাতে আইপিএলের এই অংশে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস ও পেসার কেন রিচার্ডসনকেও পাচ্ছে না বেঙ্গালুরু। এ ছাড়া আগস্টে বাংলাদেশ সফরের দলে থাকায় খেলতে পারবেন না নিউজিল্যান্ডের উইকেটরক্ষক–ব্যাটসম্যান ফিন অ্যালেন ও ফাস্ট বোলার স্কট কুগেলেইনকে।
এদের পরিবর্তে হাসারাঙ্গার সঙ্গে শ্রীলঙ্কান পেসার দুশমন্থ চামিরাকেও দলে দলে নিয়েছে বেঙ্গালুরু। পাশাপাশি সিঙ্গাপুরে জন্ম নেওয়া ব্যাটিং অলরাউন্ডার টিম ডেভিডকেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে গত মৌসুমে ১৫৩.২৯ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছিলেন ডেভিড। বিদেশি কোটায় আরও একটি জায়গা খালি আছে বেঙ্গালুরুর। এদিকে দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন ক্যাটিচ। প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিটি বর্তমান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মাইক হেসনকে।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের জন্য ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটানোর পর হাসারাঙ্গার আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এই শ্রীলঙ্কান লেগ স্পিনারকে কেনার চেষ্টা করছে বেঙ্গালুরু।
শেষ পর্যন্ত বেঙ্গালুরুতেই গেলেন হাসারাঙ্গা। জুলাইয়ে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে শিখর ধাওয়ান-হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে বল হাতে দারুণ করেছিলেন এই স্পিনার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন সিরিজ সেরাও। সব মিলিয়ে আইপিএলের ডাক পাওয়াটা হয়ে দাঁড়িয়েছিল সময়ের ব্যাপার।
তবে হাসারাঙ্গার কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন অ্যাডাম জাম্পা! আমিরাতে আইপিএলের বাকি অংশে জাম্পার না খেলার সিদ্ধান্তই রাতারাতি কপাল খুলে দিয়েছে হাসারাঙ্গার। আমিরাতে আইপিএলের এই অংশে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস ও পেসার কেন রিচার্ডসনকেও পাচ্ছে না বেঙ্গালুরু। এ ছাড়া আগস্টে বাংলাদেশ সফরের দলে থাকায় খেলতে পারবেন না নিউজিল্যান্ডের উইকেটরক্ষক–ব্যাটসম্যান ফিন অ্যালেন ও ফাস্ট বোলার স্কট কুগেলেইনকে।
এদের পরিবর্তে হাসারাঙ্গার সঙ্গে শ্রীলঙ্কান পেসার দুশমন্থ চামিরাকেও দলে দলে নিয়েছে বেঙ্গালুরু। পাশাপাশি সিঙ্গাপুরে জন্ম নেওয়া ব্যাটিং অলরাউন্ডার টিম ডেভিডকেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে গত মৌসুমে ১৫৩.২৯ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছিলেন ডেভিড। বিদেশি কোটায় আরও একটি জায়গা খালি আছে বেঙ্গালুরুর। এদিকে দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন ক্যাটিচ। প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিটি বর্তমান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মাইক হেসনকে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে