
ওয়ানডে সংস্করণে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের লড়াই চলে সমানে সমানে। মিরপুরে আজ দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে সমান ৬টি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি বেশ সাবধানী শুরু করেছিলেন। রান কম করলেও উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তারা। তবে উদ্বোধনী জুটিটি ছিল ১৪ রানের। অষ্টম ওভারের তৃতীয় বলে শামীমাকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১৭ বলে ৬ রান করেন শামীমা। পরের বলেই সাদিয়ার বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন সোবহানা মোস্তারি। এরপর বাংলাদেশের আরেক ওপেনার পিংকিকে দশম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাদিয়া।
প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশের টপ অর্ডার ভেঙেই ক্ষান্ত হননি সাদিয়া। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ১৪ তম ওভারের তৃতীয় বলে নিয়েছেন স্বর্ণা আক্তারের উইকেট। শামীমা, সোবহানা, পিংকি, স্বর্ণা-এই চার ব্যাটারের উইকেট দ্রুত হারালে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রান।
সাদিয়ার ঘূর্ণিতে কাবু বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পঞ্চম উইকেট জুটিতে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ফাহিমা খাতুন ও বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ২১ তম ওভারের চতুর্থ বলে জ্যোতিকে বোল্ড করে জুটি ভাঙেন নিদা দার। বাংলাদেশের ইনিংসে যা আজ সর্বোচ্চ জুটি। এই জুটি ভাঙলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২০.৪ ওভারে ৫ উইকেটে ৪৭ রান।
৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে এরপর হয়েছে বিশাল ধস। ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাদিয়া। উম্মে হানি ও নিদা দার নিয়েছেন ৩টি করে উইকেট।

ওয়ানডে সংস্করণে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের লড়াই চলে সমানে সমানে। মিরপুরে আজ দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে সমান ৬টি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি বেশ সাবধানী শুরু করেছিলেন। রান কম করলেও উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তারা। তবে উদ্বোধনী জুটিটি ছিল ১৪ রানের। অষ্টম ওভারের তৃতীয় বলে শামীমাকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১৭ বলে ৬ রান করেন শামীমা। পরের বলেই সাদিয়ার বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন সোবহানা মোস্তারি। এরপর বাংলাদেশের আরেক ওপেনার পিংকিকে দশম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাদিয়া।
প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশের টপ অর্ডার ভেঙেই ক্ষান্ত হননি সাদিয়া। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ১৪ তম ওভারের তৃতীয় বলে নিয়েছেন স্বর্ণা আক্তারের উইকেট। শামীমা, সোবহানা, পিংকি, স্বর্ণা-এই চার ব্যাটারের উইকেট দ্রুত হারালে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রান।
সাদিয়ার ঘূর্ণিতে কাবু বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পঞ্চম উইকেট জুটিতে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ফাহিমা খাতুন ও বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ২১ তম ওভারের চতুর্থ বলে জ্যোতিকে বোল্ড করে জুটি ভাঙেন নিদা দার। বাংলাদেশের ইনিংসে যা আজ সর্বোচ্চ জুটি। এই জুটি ভাঙলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২০.৪ ওভারে ৫ উইকেটে ৪৭ রান।
৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে এরপর হয়েছে বিশাল ধস। ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাদিয়া। উম্মে হানি ও নিদা দার নিয়েছেন ৩টি করে উইকেট।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে