
ওয়ানডে সংস্করণে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের লড়াই চলে সমানে সমানে। মিরপুরে আজ দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে সমান ৬টি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি বেশ সাবধানী শুরু করেছিলেন। রান কম করলেও উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তারা। তবে উদ্বোধনী জুটিটি ছিল ১৪ রানের। অষ্টম ওভারের তৃতীয় বলে শামীমাকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১৭ বলে ৬ রান করেন শামীমা। পরের বলেই সাদিয়ার বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন সোবহানা মোস্তারি। এরপর বাংলাদেশের আরেক ওপেনার পিংকিকে দশম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাদিয়া।
প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশের টপ অর্ডার ভেঙেই ক্ষান্ত হননি সাদিয়া। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ১৪ তম ওভারের তৃতীয় বলে নিয়েছেন স্বর্ণা আক্তারের উইকেট। শামীমা, সোবহানা, পিংকি, স্বর্ণা-এই চার ব্যাটারের উইকেট দ্রুত হারালে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রান।
সাদিয়ার ঘূর্ণিতে কাবু বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পঞ্চম উইকেট জুটিতে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ফাহিমা খাতুন ও বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ২১ তম ওভারের চতুর্থ বলে জ্যোতিকে বোল্ড করে জুটি ভাঙেন নিদা দার। বাংলাদেশের ইনিংসে যা আজ সর্বোচ্চ জুটি। এই জুটি ভাঙলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২০.৪ ওভারে ৫ উইকেটে ৪৭ রান।
৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে এরপর হয়েছে বিশাল ধস। ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাদিয়া। উম্মে হানি ও নিদা দার নিয়েছেন ৩টি করে উইকেট।

ওয়ানডে সংস্করণে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের লড়াই চলে সমানে সমানে। মিরপুরে আজ দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে সমান ৬টি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি বেশ সাবধানী শুরু করেছিলেন। রান কম করলেও উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তারা। তবে উদ্বোধনী জুটিটি ছিল ১৪ রানের। অষ্টম ওভারের তৃতীয় বলে শামীমাকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১৭ বলে ৬ রান করেন শামীমা। পরের বলেই সাদিয়ার বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন সোবহানা মোস্তারি। এরপর বাংলাদেশের আরেক ওপেনার পিংকিকে দশম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাদিয়া।
প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশের টপ অর্ডার ভেঙেই ক্ষান্ত হননি সাদিয়া। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ১৪ তম ওভারের তৃতীয় বলে নিয়েছেন স্বর্ণা আক্তারের উইকেট। শামীমা, সোবহানা, পিংকি, স্বর্ণা-এই চার ব্যাটারের উইকেট দ্রুত হারালে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রান।
সাদিয়ার ঘূর্ণিতে কাবু বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পঞ্চম উইকেট জুটিতে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ফাহিমা খাতুন ও বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ২১ তম ওভারের চতুর্থ বলে জ্যোতিকে বোল্ড করে জুটি ভাঙেন নিদা দার। বাংলাদেশের ইনিংসে যা আজ সর্বোচ্চ জুটি। এই জুটি ভাঙলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২০.৪ ওভারে ৫ উইকেটে ৪৭ রান।
৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে এরপর হয়েছে বিশাল ধস। ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাদিয়া। উম্মে হানি ও নিদা দার নিয়েছেন ৩টি করে উইকেট।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে