ক্রীড়া ডেস্ক

মাঠের পারফরম্যান্স, বাইরের ঘটনা—সব মিলিয়ে একটা ভজকট অবস্থা দুর্বার রাজশাহীর। এবারের বিপিএলে প্রায়ই শিরোনাম হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।নেতিবাচক দিকটাই সেখানে বেশি। দুর্বার রাজশাহীকে অনেকে ব্যঙ্গ করে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার বিপিএল শুরুর আগে অন্য রকম বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল। সেই অন্য রকম মানে এমন কিছু হবে সেটা কি কেউ চেয়েছিলেন? টুর্নামেন্ট শুরুর মাঝপথেই স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কের খবর চাউর হয়েছে। যে কারণে অনুশীলন বয়কট করার কথাও শোনা গেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে এখানে হস্তক্ষেপ করতে হয়েছে। পরবর্তীতে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানা যায়।
পারিশ্রমিক জটিলতার ঘটনা তো ঘটেছেই। বিপিএলের একের পর এক বিব্রতকর রেকর্ডেও নাম উঠছে দুর্বার রাজশাহীর। এবারের বিপিএলে তিন বার ১০০ বা তার বেশি রানে হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। যার সবশেষটি ঘটেছে গত রাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের কাছে ১১১ রানে হেরে। ব্যাটিংয়ে এনামুল হক বিজয় (৩২৪ রান), বোলিংয়ে তাসকিন আহমেদ (২০ উইকেট)-রাজশাহীতে দেশীয় এই দুই ক্রিকেটারের লড়াইটাই শুধু চোখে পড়ছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বিও মাঝেমধ্যে ঝলক দেখাচ্ছেন। তবে সেটা যথেষ্ট হচ্ছে না। দেশীয়দের মধ্যে জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পাকিস্তানের মোহাম্মদ হারিসও ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স গতকাল রাজশাহীর হয়ে প্রথম ম্যাচ খেলতে এসেই মুক্ত হস্তে রান বিলিয়েছেন।
বাজে অবস্থায় থাকা দুর্বার রাজশাহীর খুঁত ধরতে পেরেছেন তাসকিন। চিটাগং কিংসের কাছে হারের পর গত রাতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসার বলেন, ‘প্রথম দিন থেকেই ড্রাফটের পরে আমাদের দলটা কিছুটা দুর্বল। মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।যারা আছে তারাও ভালো। তবে তুলনামূলক দুর্বল। এর মধ্যে খারাপ দিন গেলে তো বুঝতেই পারছেন। তার ওপর কয়েকটা ম্যাচ আমরা বাজেভাবে হেরেছি।’
৯ ম্যাচে ৩ জয় ও ৬ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.৬৯৫। রাজশাহীর বাকি থাকা তিন ম্যাচের দুটিই খেলতে হবে রংপুর রাইডার্সের বিপক্ষে। যে রংপুর এবারের বিপিএলে এখনো হারের মুখ দেখেনি। অপর ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। কঠিন পরিস্থিতির মধ্যেও আশার কথা শুনিয়েছেন রাজশাহীর পেসার তাসকিন,‘৩ ম্যাচ বাকি রয়েছে। ২ ম্যাচ জিতলেও সম্ভাবনা রয়েছে। প্রক্রিয়ায় থেকে সেরাটা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আশা করি, সামনে ভালো দিন আসবে।’
প্রথম ৮ ম্যাচে বিজয় নেতৃত্ব দিয়েছিলেন রাজশাহীকে। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগেই হঠাৎ করে অধিনায়ক বদলে ফেলে রাজশাহী। বিজয়ের পরিবর্তে তাসকিনের কাঁধে তুলে দেওয়া হয় নেতৃত্বের গুরুদায়িত্ব। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তনের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘এটা আসলে ম্যানেজমেন্ট এবং মালিকের সিদ্ধান্ত। বিজয় ভাইয়ের সঙ্গে তো দীর্ঘদিন খেলছি অনূর্ধ্ব-১৯ থেকে। সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই কয়টা ম্যাচ তুমি (তাসকিন) কর। সেজন্যই করছি (অধিনায়কত্ব)।’
১০০ বা তার বেশি রানে ব্যবধানে বিপিএলে পরাজয়ের রেকর্ড
রান দল প্রতিপক্ষ সাল
১৪৯ রাজশাহী ঢাকা ২০২৫
১১৯ সিলেট চিটাগং ২০১৩
১১১ রাজশাহী চিটাগং ২০২৫
১০৫ রাজশাহী চিটাগং ২০২৫
১০৫ খুলনা ঢাকা ২০১৯
১০৫ রংপুর কুমিল্লা ২০১৯
আরও পড়ুন:

মাঠের পারফরম্যান্স, বাইরের ঘটনা—সব মিলিয়ে একটা ভজকট অবস্থা দুর্বার রাজশাহীর। এবারের বিপিএলে প্রায়ই শিরোনাম হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।নেতিবাচক দিকটাই সেখানে বেশি। দুর্বার রাজশাহীকে অনেকে ব্যঙ্গ করে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার বিপিএল শুরুর আগে অন্য রকম বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল। সেই অন্য রকম মানে এমন কিছু হবে সেটা কি কেউ চেয়েছিলেন? টুর্নামেন্ট শুরুর মাঝপথেই স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কের খবর চাউর হয়েছে। যে কারণে অনুশীলন বয়কট করার কথাও শোনা গেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে এখানে হস্তক্ষেপ করতে হয়েছে। পরবর্তীতে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানা যায়।
পারিশ্রমিক জটিলতার ঘটনা তো ঘটেছেই। বিপিএলের একের পর এক বিব্রতকর রেকর্ডেও নাম উঠছে দুর্বার রাজশাহীর। এবারের বিপিএলে তিন বার ১০০ বা তার বেশি রানে হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। যার সবশেষটি ঘটেছে গত রাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের কাছে ১১১ রানে হেরে। ব্যাটিংয়ে এনামুল হক বিজয় (৩২৪ রান), বোলিংয়ে তাসকিন আহমেদ (২০ উইকেট)-রাজশাহীতে দেশীয় এই দুই ক্রিকেটারের লড়াইটাই শুধু চোখে পড়ছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বিও মাঝেমধ্যে ঝলক দেখাচ্ছেন। তবে সেটা যথেষ্ট হচ্ছে না। দেশীয়দের মধ্যে জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পাকিস্তানের মোহাম্মদ হারিসও ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স গতকাল রাজশাহীর হয়ে প্রথম ম্যাচ খেলতে এসেই মুক্ত হস্তে রান বিলিয়েছেন।
বাজে অবস্থায় থাকা দুর্বার রাজশাহীর খুঁত ধরতে পেরেছেন তাসকিন। চিটাগং কিংসের কাছে হারের পর গত রাতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসার বলেন, ‘প্রথম দিন থেকেই ড্রাফটের পরে আমাদের দলটা কিছুটা দুর্বল। মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।যারা আছে তারাও ভালো। তবে তুলনামূলক দুর্বল। এর মধ্যে খারাপ দিন গেলে তো বুঝতেই পারছেন। তার ওপর কয়েকটা ম্যাচ আমরা বাজেভাবে হেরেছি।’
৯ ম্যাচে ৩ জয় ও ৬ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.৬৯৫। রাজশাহীর বাকি থাকা তিন ম্যাচের দুটিই খেলতে হবে রংপুর রাইডার্সের বিপক্ষে। যে রংপুর এবারের বিপিএলে এখনো হারের মুখ দেখেনি। অপর ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। কঠিন পরিস্থিতির মধ্যেও আশার কথা শুনিয়েছেন রাজশাহীর পেসার তাসকিন,‘৩ ম্যাচ বাকি রয়েছে। ২ ম্যাচ জিতলেও সম্ভাবনা রয়েছে। প্রক্রিয়ায় থেকে সেরাটা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আশা করি, সামনে ভালো দিন আসবে।’
প্রথম ৮ ম্যাচে বিজয় নেতৃত্ব দিয়েছিলেন রাজশাহীকে। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগেই হঠাৎ করে অধিনায়ক বদলে ফেলে রাজশাহী। বিজয়ের পরিবর্তে তাসকিনের কাঁধে তুলে দেওয়া হয় নেতৃত্বের গুরুদায়িত্ব। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তনের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘এটা আসলে ম্যানেজমেন্ট এবং মালিকের সিদ্ধান্ত। বিজয় ভাইয়ের সঙ্গে তো দীর্ঘদিন খেলছি অনূর্ধ্ব-১৯ থেকে। সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই কয়টা ম্যাচ তুমি (তাসকিন) কর। সেজন্যই করছি (অধিনায়কত্ব)।’
১০০ বা তার বেশি রানে ব্যবধানে বিপিএলে পরাজয়ের রেকর্ড
রান দল প্রতিপক্ষ সাল
১৪৯ রাজশাহী ঢাকা ২০২৫
১১৯ সিলেট চিটাগং ২০১৩
১১১ রাজশাহী চিটাগং ২০২৫
১০৫ রাজশাহী চিটাগং ২০২৫
১০৫ খুলনা ঢাকা ২০১৯
১০৫ রংপুর কুমিল্লা ২০১৯
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে