নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুশফিকুর রহিমের পর এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। একইদিন টি–টোয়েন্টিতে আইসিসির সেরা অলরাউন্ডার হওয়ার স্বীকৃতিও পেয়েছেন সাকিব।
জুলাই মাসেসেরা হতে সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়েলশকে। একই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্ট্যাফানি টেইলর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা সাকিব ভালো খেলেছেন জিম্বাবুয়ে সফরেও। ওই সফরে তিন সংস্করণের ৭ ম্যাচে ১৮৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৬ উইকেট। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের অপরাজিত ৯৬ রানে ভর করেই হারার মুখ থেকে জয় পেয়েছিল বাংলাদেশ।
পুরস্কার পাওয়ার পর সাকিব আইসিসির কাছে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আইসিসির পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই সম্মানের। ওই মাসে সময়টা আমার ভালো গেছে। সে কারণে এই পুরস্কার আমার কাছে বিশেষ।’
সাকিবকে ব্যক্তিগত পারফরম্যান্সে চেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে দলের জয়ে অবদান রাখার বিষয়টি। সাকিব আইসিসির সেটি বলেছেন এভাবে, ‘যখন আমি জয়ে অবদান রাখি তখন আমি সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি।’
এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসের সেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরের মাসেই পেলেন সাকিব। এবার টানা তিন মাস—এই পুরস্কার পাওয়ার অপেক্ষা বাংলাদেশের সমর্থকদের।

মুশফিকুর রহিমের পর এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। একইদিন টি–টোয়েন্টিতে আইসিসির সেরা অলরাউন্ডার হওয়ার স্বীকৃতিও পেয়েছেন সাকিব।
জুলাই মাসেসেরা হতে সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়েলশকে। একই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্ট্যাফানি টেইলর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা সাকিব ভালো খেলেছেন জিম্বাবুয়ে সফরেও। ওই সফরে তিন সংস্করণের ৭ ম্যাচে ১৮৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৬ উইকেট। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের অপরাজিত ৯৬ রানে ভর করেই হারার মুখ থেকে জয় পেয়েছিল বাংলাদেশ।
পুরস্কার পাওয়ার পর সাকিব আইসিসির কাছে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আইসিসির পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই সম্মানের। ওই মাসে সময়টা আমার ভালো গেছে। সে কারণে এই পুরস্কার আমার কাছে বিশেষ।’
সাকিবকে ব্যক্তিগত পারফরম্যান্সে চেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে দলের জয়ে অবদান রাখার বিষয়টি। সাকিব আইসিসির সেটি বলেছেন এভাবে, ‘যখন আমি জয়ে অবদান রাখি তখন আমি সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি।’
এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসের সেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরের মাসেই পেলেন সাকিব। এবার টানা তিন মাস—এই পুরস্কার পাওয়ার অপেক্ষা বাংলাদেশের সমর্থকদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ তো আর ক্রিকেটারদের নিয়ে সীমাবদ্ধ নয়। ম্যাচ পরিচালনায় থাকেন বিভিন্ন দেশের আম্পায়াররা
১০ ঘণ্টা আগে
টানা জয়ের ধারায় ছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। গতকাল দুই দলের এই লড়াইয়ে চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে গেছে রংপুর।
১১ ঘণ্টা আগে
নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১৩ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
১৫ ঘণ্টা আগে