ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত তিন সংস্করণ মিলে মুর খেলেন ৮৫ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২.৯১ গড়ে করেন ১৯২৫ রান। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড দুই দেশের হয়েই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেন এ বছরের ফেব্রুয়ারিতে। আয়ারল্যান্ডের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে তিনি করেন ৪ ও ৩০ রান। মুরের বিদায়ী ম্যাচে আয়ারল্যান্ড ৬৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জার্সিতে ৭৮ ম্যাচ খেলেন মুর। বাকি ৭ ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের জার্সিতে। জিম্বাবুয়ের হয়ে মুর খেলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত। যেখানে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ২ রান। জিম্বাবুয়ের জার্সিতে ৫ বছরে ৭৮ ম্যাচে ২৪.৬২ গড়ে করেন ১৭২৪ রান। রয়েছে ১০ ফিফটি। যেখানে আফ্রিকার দলটির হয়ে ৮ টেস্টে ৩৫.৫৩ গড়ে করেন ৫৩৩ রান। ৫ ফিফটি রয়েছে টেস্টে।
আয়ারল্যান্ডের হয়ে ৭ ম্যাচের ৭টিই মুর খেলেছেন টেস্ট। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই আইরিশদের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। তখন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখনো বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে আমার তিন-চার বছর খেলার সামর্থ্য আছে। যদিও গত কয়েক বছরে জিম্বাবুয়ের হয়ে কয়েকটা বিশ্বকাপে খেলা হয়নি। আশা করি আগামী বিশ্বকাপে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ) আয়ারল্যান্ডের জার্সিতে খেলতে পারব।’ সেই সাক্ষাৎকারের মাত্র দুই বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুর। ওয়ানডে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়েই ইতি টানতে হলো মুরের। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো খেলেননি তিনি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত তিন সংস্করণ মিলে মুর খেলেন ৮৫ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২.৯১ গড়ে করেন ১৯২৫ রান। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড দুই দেশের হয়েই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেন এ বছরের ফেব্রুয়ারিতে। আয়ারল্যান্ডের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে তিনি করেন ৪ ও ৩০ রান। মুরের বিদায়ী ম্যাচে আয়ারল্যান্ড ৬৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জার্সিতে ৭৮ ম্যাচ খেলেন মুর। বাকি ৭ ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের জার্সিতে। জিম্বাবুয়ের হয়ে মুর খেলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত। যেখানে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ২ রান। জিম্বাবুয়ের জার্সিতে ৫ বছরে ৭৮ ম্যাচে ২৪.৬২ গড়ে করেন ১৭২৪ রান। রয়েছে ১০ ফিফটি। যেখানে আফ্রিকার দলটির হয়ে ৮ টেস্টে ৩৫.৫৩ গড়ে করেন ৫৩৩ রান। ৫ ফিফটি রয়েছে টেস্টে।
আয়ারল্যান্ডের হয়ে ৭ ম্যাচের ৭টিই মুর খেলেছেন টেস্ট। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই আইরিশদের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। তখন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখনো বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে আমার তিন-চার বছর খেলার সামর্থ্য আছে। যদিও গত কয়েক বছরে জিম্বাবুয়ের হয়ে কয়েকটা বিশ্বকাপে খেলা হয়নি। আশা করি আগামী বিশ্বকাপে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ) আয়ারল্যান্ডের জার্সিতে খেলতে পারব।’ সেই সাক্ষাৎকারের মাত্র দুই বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুর। ওয়ানডে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়েই ইতি টানতে হলো মুরের। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো খেলেননি তিনি।

সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ মিনিট আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৫ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৬ ঘণ্টা আগে