
বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’

বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে