ক্রীড়া ডেস্ক

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংসই উপহার দিয়েছেন ঢাকা ক্যাপিটালের এই ব্যাটার। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা আর ৩ চারে। ইনিংসটির স্ট্রাইকরেট দাঁড়ায় ২৪৮.৪৮!
অনেক দিন পরই সাব্বিরের এমন রূপ দেখল দর্শকেরা। দেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বিরে সেরা ইনিংস ৮০ রানের। সেটাও ঠিক ৯ বছর আগে ২০১৬ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। যে ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেছিলেন সাব্বির। চার-ছক্কার ফরম্যাটে তাঁর নামের পাশে এমন ঝোড়ো ইনিংস আছে আরও চারটি—২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রান, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৫১, ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ২৬ বলে ৪৪ এবং একই বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৫ বলে ২৬ রান।
বিপিএল এলেই সাব্বির মাঝে মধ্যেই এমন ব্যাটিং ধামাকা দেখান। এর আগে ২০১৬ বিপিএলে মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে একাই ৬১ বলে ১২২ রান করেন। এরপর ২০১৯ বিপিএলে সিলেটে রংপুরের বিপক্ষেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেদিন ওপেনিংয়ে নেমে ৫ চার ৬ ছক্কায় ৫১ বলে ৮৫ রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটর। যদিও ম্যাচটি হেরে গিয়েছিলেন সাব্বিররা।

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংসই উপহার দিয়েছেন ঢাকা ক্যাপিটালের এই ব্যাটার। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা আর ৩ চারে। ইনিংসটির স্ট্রাইকরেট দাঁড়ায় ২৪৮.৪৮!
অনেক দিন পরই সাব্বিরের এমন রূপ দেখল দর্শকেরা। দেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বিরে সেরা ইনিংস ৮০ রানের। সেটাও ঠিক ৯ বছর আগে ২০১৬ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। যে ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেছিলেন সাব্বির। চার-ছক্কার ফরম্যাটে তাঁর নামের পাশে এমন ঝোড়ো ইনিংস আছে আরও চারটি—২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রান, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৫১, ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ২৬ বলে ৪৪ এবং একই বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৫ বলে ২৬ রান।
বিপিএল এলেই সাব্বির মাঝে মধ্যেই এমন ব্যাটিং ধামাকা দেখান। এর আগে ২০১৬ বিপিএলে মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে একাই ৬১ বলে ১২২ রান করেন। এরপর ২০১৯ বিপিএলে সিলেটে রংপুরের বিপক্ষেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেদিন ওপেনিংয়ে নেমে ৫ চার ৬ ছক্কায় ৫১ বলে ৮৫ রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটর। যদিও ম্যাচটি হেরে গিয়েছিলেন সাব্বিররা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে