Ajker Patrika

বিশ্বকাপে খেলতে সরকারের কাছে লিখিত আবেদন পিসিবির

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১২: ৫২
বিশ্বকাপে খেলতে সরকারের কাছে লিখিত আবেদন পিসিবির

ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে ২৭ জুন। সেদিনই বিশ্বকাপের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু ভারত বিশ্বকাপের সবকিছু চূড়ান্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলা শঙ্কায় রয়েছে। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

সেই শঙ্কা কাটাতে পাকিস্তান সরকারের কাছে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইট। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণেই যে এই দ্বিধা, সেটা না বললেও চলে। গত এক দশক ধরে রাজনৈতিক বৈরিতার বলি হচ্ছে খেলাও।

সর্বশেষ ২০১২ সালে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে। এরপর আর কোনো সিরিজে মুখোমুখি হয়নি তারা। দ্বিপক্ষীয় সিরিজ এড়িয়ে গেলেও আইসিসির ইভেন্ট পাশ কাটানোর কোনো সুযোগ নেই। না খেললে নিজেদেরই ক্ষতি হবে। সেই দিক বিবেচনায় ভারতে খেলতে যেতে অনুমতি চেয়েছে পিসিবি। গত ২৬ জুন সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বোর্ড।

শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নয়, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও চিঠি পাঠিয়েছে পিসিবি। চিঠির বিষয়ে পিসিবির এক সূত্র বলেছেন, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।’

সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সূত্র আরও বলেছেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’

৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। গ্রুপের ৯ ম্যাচ ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত