
সবার আগে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। স্বাগতিক দলের পর গতকাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে লাভের গুড় খেয়েছে প্রোটিয়ারা।
তা না হলে আজ ভারতের বিপক্ষে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নামত দক্ষিণ আফ্রিকা। সেটি নিশ্চিত হওয়ায় দুই দলের লড়াই এখন শীর্ষস্থানে যাওয়ার। সফল হতে হলে ভারতকে আজ হারাতেই হবে প্রোটিয়াদের। সমান ৭ ম্যাচে তাদের ১২ পয়েন্টের বিপরীতে ১৪ পয়েন্ট ভারতের। সেই লক্ষ্যে আজ টস হেরে ফিল্ডিংয়ে তারা।
ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে চান এমনটি জানিয়েছেন ভারতের অধিনায়ক। দুবারের বিশ্বকাপজয়ীদের একাদশে কোনো পরিবর্তন নেই। টস জিতলে ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও ব্যাটিং করত বলে জানিয়েছেন টেম্বা বাভুমা। একাদশে এক পরিবর্তন এনেছে তারা। জেরাল্ড কোয়েৎজির বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তাবরেইজ শামসি।
জিততে পারলে আরেকটি কাজেও সফল হবে প্রোটিয়ারা। এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো দলই ভারতকে হারাতে পারেনি। ৭ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে ভারত। আজ তাদের থামানোর দায়িত্ব পড়েছে টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের কাঁধে। বিশ্বকাপে মুখোমুখি পরিসংখ্যানও তাদের পক্ষে। ৩ জয়ের বিপরীতে হেরেছে ২টিতে।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, তাবরেইজ শামসি।

সবার আগে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। স্বাগতিক দলের পর গতকাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে লাভের গুড় খেয়েছে প্রোটিয়ারা।
তা না হলে আজ ভারতের বিপক্ষে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নামত দক্ষিণ আফ্রিকা। সেটি নিশ্চিত হওয়ায় দুই দলের লড়াই এখন শীর্ষস্থানে যাওয়ার। সফল হতে হলে ভারতকে আজ হারাতেই হবে প্রোটিয়াদের। সমান ৭ ম্যাচে তাদের ১২ পয়েন্টের বিপরীতে ১৪ পয়েন্ট ভারতের। সেই লক্ষ্যে আজ টস হেরে ফিল্ডিংয়ে তারা।
ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে চান এমনটি জানিয়েছেন ভারতের অধিনায়ক। দুবারের বিশ্বকাপজয়ীদের একাদশে কোনো পরিবর্তন নেই। টস জিতলে ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও ব্যাটিং করত বলে জানিয়েছেন টেম্বা বাভুমা। একাদশে এক পরিবর্তন এনেছে তারা। জেরাল্ড কোয়েৎজির বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তাবরেইজ শামসি।
জিততে পারলে আরেকটি কাজেও সফল হবে প্রোটিয়ারা। এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো দলই ভারতকে হারাতে পারেনি। ৭ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে ভারত। আজ তাদের থামানোর দায়িত্ব পড়েছে টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের কাঁধে। বিশ্বকাপে মুখোমুখি পরিসংখ্যানও তাদের পক্ষে। ৩ জয়ের বিপরীতে হেরেছে ২টিতে।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, তাবরেইজ শামসি।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে