
বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু আজ কোচিতে চলমান ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন। এবারের আইপিএল নিলামে রয়েছেন সাকিব আল হাসানসহ চার বাংলাদেশি। তবে সাকিব, লিটন, তাসকিন-কেউই দল পাননি।
দেড় কোটি রূপির ভিত্তিমূল্যে (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা) সাকিবকে নিলামে তোলা হয়েছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব অবশ্য ২০২২ আইপিএলের মেগা নিলামেও কোনো দল পাননি। লিটন, তাসকিন, আফিফ-প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি (বাংলাদেশি ৬৪ লাখ টাকা)। লিটন, তাসকিনদের নিতে কেউই আগ্রহ দেখায়নি। আফিফকে এখনো পর্যন্ত কেউই ডাকেনি।
২০১১ থেকে ২০২১-১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ১৯.৮২ গড় এবং ১২৪.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে, লিটন, তাসকিন, আফিফদের কেউই আগে কখনো আইপিএল খেলেননি।
প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ২৯৬ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ভারতেরই রয়েছে ২৭৩ জন ক্রিকেটার। আর বিদেশি ক্রিকেটার রয়েছে ১৩২ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪ জন সহযোগী দেশের ক্রিকেটার।

বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু আজ কোচিতে চলমান ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন। এবারের আইপিএল নিলামে রয়েছেন সাকিব আল হাসানসহ চার বাংলাদেশি। তবে সাকিব, লিটন, তাসকিন-কেউই দল পাননি।
দেড় কোটি রূপির ভিত্তিমূল্যে (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা) সাকিবকে নিলামে তোলা হয়েছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব অবশ্য ২০২২ আইপিএলের মেগা নিলামেও কোনো দল পাননি। লিটন, তাসকিন, আফিফ-প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি (বাংলাদেশি ৬৪ লাখ টাকা)। লিটন, তাসকিনদের নিতে কেউই আগ্রহ দেখায়নি। আফিফকে এখনো পর্যন্ত কেউই ডাকেনি।
২০১১ থেকে ২০২১-১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ১৯.৮২ গড় এবং ১২৪.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে, লিটন, তাসকিন, আফিফদের কেউই আগে কখনো আইপিএল খেলেননি।
প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ২৯৬ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ভারতেরই রয়েছে ২৭৩ জন ক্রিকেটার। আর বিদেশি ক্রিকেটার রয়েছে ১৩২ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪ জন সহযোগী দেশের ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে সেটার সমাধান আসেনি এখনো।
৩৮ মিনিট আগে
ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
২ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
৩ ঘণ্টা আগে