ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাসের থাকা, না থাকা নিয়ে আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। কারণ, সীমিত ওভারের ক্রিকেটে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটনের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে ইমনের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য। দুজনেই একটি করে ফিফটি করেছিলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়ের মতো তরুণেরা। মাহমুদউল্লাহ সবশেষ চার ম্যাচের চারটিতেই ফিফটি করেছেন। জাকের যে ফিনিশার হিসেবে কতটা কার্যকরী, সেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। সৌম্যর পেস বোলিংটাও কার্যকরী হতে পারে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে।
স্পিন আক্রমণে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। সচরাচর ৬-৭ নম্বরে মিরাজ ব্যাটিং করলেও ওপরের দিকে খেলতে দেখা যাচ্ছে প্রায়ই। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দুটিতে তিনি চার নম্বরে ব্যাটিং করেছেন। চার নম্বরে সবশেষ ৬ ওয়ানডেতে চারটি ফিফটি করেছেন তিনি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব

চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাসের থাকা, না থাকা নিয়ে আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। কারণ, সীমিত ওভারের ক্রিকেটে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটনের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে ইমনের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য। দুজনেই একটি করে ফিফটি করেছিলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়ের মতো তরুণেরা। মাহমুদউল্লাহ সবশেষ চার ম্যাচের চারটিতেই ফিফটি করেছেন। জাকের যে ফিনিশার হিসেবে কতটা কার্যকরী, সেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। সৌম্যর পেস বোলিংটাও কার্যকরী হতে পারে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে।
স্পিন আক্রমণে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। সচরাচর ৬-৭ নম্বরে মিরাজ ব্যাটিং করলেও ওপরের দিকে খেলতে দেখা যাচ্ছে প্রায়ই। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দুটিতে তিনি চার নম্বরে ব্যাটিং করেছেন। চার নম্বরে সবশেষ ৬ ওয়ানডেতে চারটি ফিফটি করেছেন তিনি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে