
ঢাকা: করোনা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। এ কঠিন পরিস্থিতিতেই চলছে আইপিএল। এ নিয়ে হচ্ছে আলোচনা–সমালোচনা। কেউ টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে, কেউ আবার বিপক্ষে। যদিও এখনো পর্যন্ত এসব সমালোচনায় কোনো প্রতিক্রিয়া জানাননি আয়োজকেরা।
করোনাভীতিতে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিন অস্ট্রেলীয় খেলোয়াড়। দেশে ফিরেই সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাডাম জাম্পা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরা জাম্পা বলেছেন, ‘আমি মনে করি আইপিএলের জৈব সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভঙুর। এটা আমার মনে হওয়ার কারণ, দেশটা ভারত।’
গত বছর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইপিএলের জৈব সুরক্ষা ব্যবস্থাকেই বরং বেশি নিরাপদ মনে হয়েছে জাম্পার কাছে। করোনার এ পরিস্থিতিতে আইপিএলের আয়োজনটা আমিরাতেই করা যেত বলে মনে করেন অস্ট্রেলিয়ান লেগি, ‘গত বছর সেপ্টেম্বরে আমিরাতে আয়োজিত আইপিএল আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয়েছিল। এবার ভারতে আইপিএল খেলতে এসে জৈব সুরক্ষাবলয় নিয়ে আমার মনে যে সন্দেহ দেখা দিয়েছে, আরব আমিরাতে সেটি ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, করোনার এই সময় আইপিএল আয়োজনে আরব আমিরাতই সবচেয়ে ভালো জায়গা।’
করোনা পরিস্থিতে আইপিএল চালিয়ে নেওয়া কতটা ঠিক হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠছে খোদ ভারতেই। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রশ্নটা আরও জোরাল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। কদিন আগে এক টুইট বার্তায় মাইকেল ভন অবশ্য আইপিএল চালিয়ে নেওয়ার পক্ষেই মত দিয়েছেন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘এই ভয়াল পরিস্থিতিতে আইপিএল ভারতের মানুষের জন্য এক পসলা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো।’

ঢাকা: করোনা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। এ কঠিন পরিস্থিতিতেই চলছে আইপিএল। এ নিয়ে হচ্ছে আলোচনা–সমালোচনা। কেউ টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে, কেউ আবার বিপক্ষে। যদিও এখনো পর্যন্ত এসব সমালোচনায় কোনো প্রতিক্রিয়া জানাননি আয়োজকেরা।
করোনাভীতিতে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিন অস্ট্রেলীয় খেলোয়াড়। দেশে ফিরেই সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাডাম জাম্পা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরা জাম্পা বলেছেন, ‘আমি মনে করি আইপিএলের জৈব সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভঙুর। এটা আমার মনে হওয়ার কারণ, দেশটা ভারত।’
গত বছর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইপিএলের জৈব সুরক্ষা ব্যবস্থাকেই বরং বেশি নিরাপদ মনে হয়েছে জাম্পার কাছে। করোনার এ পরিস্থিতিতে আইপিএলের আয়োজনটা আমিরাতেই করা যেত বলে মনে করেন অস্ট্রেলিয়ান লেগি, ‘গত বছর সেপ্টেম্বরে আমিরাতে আয়োজিত আইপিএল আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয়েছিল। এবার ভারতে আইপিএল খেলতে এসে জৈব সুরক্ষাবলয় নিয়ে আমার মনে যে সন্দেহ দেখা দিয়েছে, আরব আমিরাতে সেটি ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, করোনার এই সময় আইপিএল আয়োজনে আরব আমিরাতই সবচেয়ে ভালো জায়গা।’
করোনা পরিস্থিতে আইপিএল চালিয়ে নেওয়া কতটা ঠিক হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠছে খোদ ভারতেই। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রশ্নটা আরও জোরাল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। কদিন আগে এক টুইট বার্তায় মাইকেল ভন অবশ্য আইপিএল চালিয়ে নেওয়ার পক্ষেই মত দিয়েছেন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘এই ভয়াল পরিস্থিতিতে আইপিএল ভারতের মানুষের জন্য এক পসলা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৫ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে