
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ে এমন ইনিংসের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
কানপুরে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন শান্ত। চেন্নাইয়ে বাংলাদেশ প্রথম টেস্টে ৫১৫ রান তাড়া করতে নেমে যখন ২৩৪ রানে অলআউট হয়ে যায়, সেখানে এই বাঁহাতি ব্যাটার খেলেন সাবলীলভাবে। রান খড়ায় ভুগতে থাকা শান্তর (১২৭ বলে ৮২ রান) ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ইনিংসে তিনি ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন।
বড় ব্যবধানে হারার ম্যাচে শান্তর সতীর্থদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন হাসান মাহমুদ। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৮৩ রানে নেন ৫ উইকেট। এটা তাঁর টেস্টে এক ইনিংসে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট। ভারতের মাঠে বাংলাদেশি কোনো বোলারের প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটি। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটারদের উইকেট তুলে নিয়েছেন হাসান।তাসকিন আহমেদ ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন। ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে নেন ৪ উইকেট।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান। বোলিংয়ে ২১ ওভার বোলিংয়ে খরচ করেন ১২৯ রান (৬.১৪ ইকোনমি)। পাননি কোনো উইকেট। ব্যাটিংয়ে করেছেন ৫৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১৭ রানে জীবন পেলেও ২৫ রানে থেমে যায় তাঁর ইনিংস। ফিল্ডিংয়েও সাকিবকে ক্যাচ মিস করতে দেখা গেছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন সাকিব। কানপুর টেস্টের আগে র্যাঙ্কিংয়ে উন্নতি নিশ্চয়ই শান্ত-হাসানদের দারুণ কিছু করতে অনুপ্রাণিত করবে।
চেন্নাইয়ে প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৩ রান ও ৬ উইকেট নিয়েছেন ‘ঘরের ছেলে’ অশ্বিন। তাতে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গাটা ধরে রেখেছেন তিনি। ৪৮ পয়েন্ট বেড়ে অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৩৭০। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪৭৫। ৮৬ রান ও ৫ উইকেট নিয়েছেন। যেখানে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে জাদেজা-অশ্বিন গড়েছেন ১৯৯ রানের জুটি।
বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরিয়ান শুবমান গিল, ঋষভ পন্ত দুজনেরই উন্নতি হয়েছে আজ হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের পর। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পন্ত আছেন ছয় নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন গিল। ভারতীয় এই ব্যাটারের এটা টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গিল ও পন্ত করেছেন ১১৯ ও ১০৯ রান। গিল অপরাজিত থাকলেও পন্তকে কট এন্ড বোল্ডে পরিণত করেছেন মেহেদী হাসান মিরাজ। পন্ত তাঁর ১২৮ বলের ইনিংসে ১৩ চার ও ৪ ছক্কা মেরেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে আফগানিস্তানের ক্রিকেটারদেরও। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন রহমানউল্লাহ গুরবাজ। এতে করে প্রথম আফগান ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেরা দশে উঠে এলেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৬৯২। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬৪.৬৬ গড়ে ১৯৪ রান করে হয়েছেন সিরিজসেরা। যেখানে শারজায় ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন। এটা তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রানে ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। দিনটা ছিল তাঁর ২৬তম জন্মদিন। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান যে ৪ উইকেটে ৩১১ রান করেছে, সেখানে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়েরও অবদান রয়েছে। চারে নেমে ৫০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন ওমরজাই।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ে এমন ইনিংসের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
কানপুরে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন শান্ত। চেন্নাইয়ে বাংলাদেশ প্রথম টেস্টে ৫১৫ রান তাড়া করতে নেমে যখন ২৩৪ রানে অলআউট হয়ে যায়, সেখানে এই বাঁহাতি ব্যাটার খেলেন সাবলীলভাবে। রান খড়ায় ভুগতে থাকা শান্তর (১২৭ বলে ৮২ রান) ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ইনিংসে তিনি ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন।
বড় ব্যবধানে হারার ম্যাচে শান্তর সতীর্থদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন হাসান মাহমুদ। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৮৩ রানে নেন ৫ উইকেট। এটা তাঁর টেস্টে এক ইনিংসে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট। ভারতের মাঠে বাংলাদেশি কোনো বোলারের প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটি। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটারদের উইকেট তুলে নিয়েছেন হাসান।তাসকিন আহমেদ ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন। ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে নেন ৪ উইকেট।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান। বোলিংয়ে ২১ ওভার বোলিংয়ে খরচ করেন ১২৯ রান (৬.১৪ ইকোনমি)। পাননি কোনো উইকেট। ব্যাটিংয়ে করেছেন ৫৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১৭ রানে জীবন পেলেও ২৫ রানে থেমে যায় তাঁর ইনিংস। ফিল্ডিংয়েও সাকিবকে ক্যাচ মিস করতে দেখা গেছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন সাকিব। কানপুর টেস্টের আগে র্যাঙ্কিংয়ে উন্নতি নিশ্চয়ই শান্ত-হাসানদের দারুণ কিছু করতে অনুপ্রাণিত করবে।
চেন্নাইয়ে প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৩ রান ও ৬ উইকেট নিয়েছেন ‘ঘরের ছেলে’ অশ্বিন। তাতে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গাটা ধরে রেখেছেন তিনি। ৪৮ পয়েন্ট বেড়ে অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৩৭০। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪৭৫। ৮৬ রান ও ৫ উইকেট নিয়েছেন। যেখানে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে জাদেজা-অশ্বিন গড়েছেন ১৯৯ রানের জুটি।
বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরিয়ান শুবমান গিল, ঋষভ পন্ত দুজনেরই উন্নতি হয়েছে আজ হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের পর। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পন্ত আছেন ছয় নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন গিল। ভারতীয় এই ব্যাটারের এটা টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গিল ও পন্ত করেছেন ১১৯ ও ১০৯ রান। গিল অপরাজিত থাকলেও পন্তকে কট এন্ড বোল্ডে পরিণত করেছেন মেহেদী হাসান মিরাজ। পন্ত তাঁর ১২৮ বলের ইনিংসে ১৩ চার ও ৪ ছক্কা মেরেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে আফগানিস্তানের ক্রিকেটারদেরও। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন রহমানউল্লাহ গুরবাজ। এতে করে প্রথম আফগান ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেরা দশে উঠে এলেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৬৯২। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬৪.৬৬ গড়ে ১৯৪ রান করে হয়েছেন সিরিজসেরা। যেখানে শারজায় ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন। এটা তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রানে ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। দিনটা ছিল তাঁর ২৬তম জন্মদিন। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান যে ৪ উইকেটে ৩১১ রান করেছে, সেখানে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়েরও অবদান রয়েছে। চারে নেমে ৫০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন ওমরজাই।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে