Ajker Patrika

হাথুরু-সুজন-শ্রীরাম, কার কী কাজ

নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২১: ৫০
হাথুরু-সুজন-শ্রীরাম, কার কী কাজ

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।

তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল।  সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে।  আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’

পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’

এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত