Ajker Patrika

মিরপুর টেস্টে ‘গার্ড অব অনার’ পেলেন আলিম দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৭: ২১
মিরপুর টেস্টে ‘গার্ড অব অনার’ পেলেন আলিম দার

আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে শেষ ম্যাচ পরিচালনা করে ফেললেন আলিম দার। আজ মিরপুর টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানি আম্পায়ারকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। তাঁদের পাশে ছিলেন আইরিশ ক্রিকেটাররাও। 

নিজের শেষ ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সম্মাননা পেয়েছেন আলিম দার। তাঁর হাতে স্মারক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আলিম দার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করেন ২০০০ সালে। আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হন ২০০২ সালে। ২০০৪ সালে আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন আলিম দার। 

গত মার্চে আইসিসির এলিট প্যানেল থেকে বিদায় নেওয়ার কথা জানান ৫৪ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার। এলিট প্যানেল ছাড়লেও আম্পায়ারিং ছাড়ছেন না তিনি। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা চালিয়ে যেতে পারবেন তিনি। লম্বা আম্পায়ারিং ক্যারিয়ারে অনফিল্ডে ১৪৫ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৬৯টি টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত