ক্রীড়া ডেস্ক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলটা অবশ্য শুধু নামেই। এই দলটা বাংলাদেশ জাতীয় দলের মোড়কে অন্য আরেকটা দল। এনামুল হক বিজয়, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারীসহ প্রায় সবারই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন সোহান।
কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের আর দম ফেলার সুযোগ নেই। মে-জুন মাসে সাতটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেকারণে ‘এ’ দলে ভালো করলে মিলতে পারে আবার জাতীয় দলে খেলার সুযোগ। সিলেটে আজ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘দেখুন আমার কাছে ব্যাপারটা এমন না। অবশ্যই এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আবার। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে মনে করি যে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’
ফিল সিমন্স বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হলেও অনেক সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঘরোয়া ম্যাচগুলো দেখেন। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের জন্য সিমন্সের উপস্থিতি কতটুকু অনুপ্রাণিত করে, সেটা নিয়ে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘অবশ্যই দেখুন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার বিশেষ কাজ আছে। আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। অবশ্যই আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। শতভাগ দিয়ে ভালো কিছু যেন করতে পারি এটাই আশা।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ সোহান খেলেছেন ২০২৩-এর ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৬৪ ম্যাচ। যার মধ্যে ৫ ওয়ানডেতে ৮২.৫০ গড়ে করেছেন ১৬৫ রান। এই সোহান গত কয়েক মাস ধরে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি।
ওয়ানডেতে এত ভালো গড়, সাদা বলের ক্রিকেটে সোহানের গত কয়েক মাসের দুর্দান্ত পারফরম্যান্স—সব কিছুই আজ উঠে এসেছে সিলেটে সাংবাদিকদের করা প্রশ্নে। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ বেশি না পাওয়ার আক্ষেপ কাজ করে কিনা, এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘দেখুন আমার কাছে মনে হয় মানুষভেদে অনেক রকম পার্থক্য দেখা দেয়। এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ থাকে না। তবে অবশ্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবার একটা লক্ষ্য। যতবারই আমার কাছে মনে হয় খারাপ সময় থাকে, সেখান থেকে নিজেকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই। এটাই আসলে বড় লক্ষ্য।’
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড যে ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে, তাদের মধ্যে ৯ ক্রিকেটারের আন্তর্জাতিক অঙ্গনে খেলার অভিজ্ঞতা রয়েছে। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাঁরাও অতটা অভিজ্ঞ নন। তবু নিউজিল্যান্ডের এমন ‘এ’ দলকে সমীহ করছেন সোহান। ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক ক্রিকেটার আছে। একইসঙ্গে আমার কাছে মনে হয় আমরা যারা আছি, সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলছি যথেষ্ট অভিজ্ঞ। মাঠে দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাই করব।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলটা অবশ্য শুধু নামেই। এই দলটা বাংলাদেশ জাতীয় দলের মোড়কে অন্য আরেকটা দল। এনামুল হক বিজয়, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারীসহ প্রায় সবারই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন সোহান।
কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের আর দম ফেলার সুযোগ নেই। মে-জুন মাসে সাতটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেকারণে ‘এ’ দলে ভালো করলে মিলতে পারে আবার জাতীয় দলে খেলার সুযোগ। সিলেটে আজ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘দেখুন আমার কাছে ব্যাপারটা এমন না। অবশ্যই এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আবার। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে মনে করি যে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’
ফিল সিমন্স বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হলেও অনেক সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঘরোয়া ম্যাচগুলো দেখেন। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের জন্য সিমন্সের উপস্থিতি কতটুকু অনুপ্রাণিত করে, সেটা নিয়ে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘অবশ্যই দেখুন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার বিশেষ কাজ আছে। আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। অবশ্যই আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। শতভাগ দিয়ে ভালো কিছু যেন করতে পারি এটাই আশা।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ সোহান খেলেছেন ২০২৩-এর ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৬৪ ম্যাচ। যার মধ্যে ৫ ওয়ানডেতে ৮২.৫০ গড়ে করেছেন ১৬৫ রান। এই সোহান গত কয়েক মাস ধরে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি।
ওয়ানডেতে এত ভালো গড়, সাদা বলের ক্রিকেটে সোহানের গত কয়েক মাসের দুর্দান্ত পারফরম্যান্স—সব কিছুই আজ উঠে এসেছে সিলেটে সাংবাদিকদের করা প্রশ্নে। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ বেশি না পাওয়ার আক্ষেপ কাজ করে কিনা, এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘দেখুন আমার কাছে মনে হয় মানুষভেদে অনেক রকম পার্থক্য দেখা দেয়। এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ থাকে না। তবে অবশ্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবার একটা লক্ষ্য। যতবারই আমার কাছে মনে হয় খারাপ সময় থাকে, সেখান থেকে নিজেকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই। এটাই আসলে বড় লক্ষ্য।’
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড যে ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে, তাদের মধ্যে ৯ ক্রিকেটারের আন্তর্জাতিক অঙ্গনে খেলার অভিজ্ঞতা রয়েছে। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাঁরাও অতটা অভিজ্ঞ নন। তবু নিউজিল্যান্ডের এমন ‘এ’ দলকে সমীহ করছেন সোহান। ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক ক্রিকেটার আছে। একইসঙ্গে আমার কাছে মনে হয় আমরা যারা আছি, সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলছি যথেষ্ট অভিজ্ঞ। মাঠে দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাই করব।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে