
বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়ান গেমসের ম্যাচ বাদ দিলে গতকাল প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমে ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংসও খেলেছেন ২৬ বছর বয়সী ব্যাটার।
নিজের দুর্দান্ত ফর্মটিই ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে দেখাতে ড্রাফটে নাম লিখিয়েছেন জাকের। তাঁর সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের আরও ১৫ জন ড্রাফটে নাম দিয়েছেন। ড্রাফটের তালিকা আজ প্রকাশ করেছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ। ১৫ জন পুরুষ ক্রিকেটারের বিপরীতে নারী ড্রাফটে নাম জমা দিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম।
২০১০ সালে চালু হওয়া ফ্র্যাঞ্চাইজিতে এবার পুরুষ ড্রাফটে ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তৃতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ক্যাটাগরিতে ১৪ জন ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন সাকিব আল হাসান। প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকার ক্যাটাগরিতে আছেন লিটন দাসের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
আর বাকি ১০ জন আছেন সর্বনিম্ন ক্যাটাগরির দাম নির্ধারণ না করা তালিকায়। সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদারদের সঙ্গ এই ক্যাটাগরিতে আছেন নারী পেসার জাহানারাও। সর্বোচ্চ দুই ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম না থাকলেও সর্বোচ্চ প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ৭ জন বিদেশি। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ৯ জন বিদেশি ক্রিকেটার।
আগামী ২০ মার্চ লন্ডনে নিলাম হবে দ্য হানড্রেডের। দুই মাস পর ১০০ বলের টুর্নামেন্টটি শুরু হবে ২৩ জুলাই। পুরুষদের সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলসের বিপরীতে নারীদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।

বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়ান গেমসের ম্যাচ বাদ দিলে গতকাল প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমে ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংসও খেলেছেন ২৬ বছর বয়সী ব্যাটার।
নিজের দুর্দান্ত ফর্মটিই ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে দেখাতে ড্রাফটে নাম লিখিয়েছেন জাকের। তাঁর সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের আরও ১৫ জন ড্রাফটে নাম দিয়েছেন। ড্রাফটের তালিকা আজ প্রকাশ করেছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ। ১৫ জন পুরুষ ক্রিকেটারের বিপরীতে নারী ড্রাফটে নাম জমা দিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম।
২০১০ সালে চালু হওয়া ফ্র্যাঞ্চাইজিতে এবার পুরুষ ড্রাফটে ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তৃতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ক্যাটাগরিতে ১৪ জন ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন সাকিব আল হাসান। প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকার ক্যাটাগরিতে আছেন লিটন দাসের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
আর বাকি ১০ জন আছেন সর্বনিম্ন ক্যাটাগরির দাম নির্ধারণ না করা তালিকায়। সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদারদের সঙ্গ এই ক্যাটাগরিতে আছেন নারী পেসার জাহানারাও। সর্বোচ্চ দুই ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম না থাকলেও সর্বোচ্চ প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ৭ জন বিদেশি। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ৯ জন বিদেশি ক্রিকেটার।
আগামী ২০ মার্চ লন্ডনে নিলাম হবে দ্য হানড্রেডের। দুই মাস পর ১০০ বলের টুর্নামেন্টটি শুরু হবে ২৩ জুলাই। পুরুষদের সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলসের বিপরীতে নারীদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।

কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১৩ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে যান হৃদয়। এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের ওপরে তুলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা। যেটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
২ ঘণ্টা আগে