Ajker Patrika

শান্ত-লিটনকে কিনলই না লঙ্কা প্রিমিয়ার লিগের কোনো দল

আপডেট : ২১ মে ২০২৪, ২১: ০০
শান্ত-লিটনকে কিনলই না লঙ্কা প্রিমিয়ার লিগের কোনো দল

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-কেউই নেই ছন্দে। বাংলাদেশের দুই ক্রিকেটারের কাউকে কেনেনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোনো দল।

২০২৪ এলপিএলকে সামনে রেখে আজ হয়েছে নিলাম। ড্রাফটে ছিল লিটনের নাম। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ লাখ ১৫ হাজার টাকা। তবে এলপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। শান্তর প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাব ছিল একই রকম। 

চলতি বছর সাদা বলের ক্রিকেটে লিটন বেশ ভুগছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কোথাও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি—এরই মধ্যে বাংলাদেশ দলের একাদশ থেকেও দুইবার বাদ পড়ার ঘটনা রয়েছে এই বছর। টেস্ট, ওয়ানডে মিলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এ বছর খেলেছেন ৮ ম্যাচ। করেছেন ৭৯ রান, তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই জন। তাসকিন আহমেদকে ৫৮ লাখ ৬০ হাজার টাকায় কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। লিটনের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। যেখানে গত এলপিএলটা দুর্দান্ত কেটেছিল হৃদয়ের। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে করেন ১৫৫ রান। লিটন অবশ্য গত মৌসুমেও ব্যর্থ ছিলেন। গল টাইটানসের জার্সিতে ৩ ম্যাচে করেন ৩৪ রান।

২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস—পাঁচ দল নিয়ে হবে এবারের এলপিএল।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত