নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়েছেন তামিম। তাঁর প্রার্থিতা নিয়ে প্রকাশ্যে বড় কোনো প্রশ্ন না থাকলেও গতকাল বেনামি এক স্বাক্ষরে ক্লাবটির সঙ্গে তামিমের সম্পৃক্ততা চ্যালেঞ্জ করে একটি আপত্তির চিঠি জমা পড়ে। বিষয়টি নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তামিম।
বেলা পৌনে ৩টার দিকে নির্বাচন কমিশনের কাছে ওই চিঠি নিয়ে তেমন কিছু বলেননি তামিম। তবে নিজের ক্লাব ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে খসড়া ভোটার তালিকায় বাদ দেওয়ার আপত্তির শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমার কাউন্সিলরশিপ যদি কেউ চ্যালেঞ্জ করে, এটা দুঃখজনক। আমি প্রতিটি ধাপে যোগ্য। যদি নিষিদ্ধও করা হয়, কেন করা হচ্ছে, তা সবাই বুঝবেন। দেশের মানুষও বুঝবে।’
চিঠি নিয়ে কমিশন তাঁকে কোনো প্রশ্ন করেনি বলেও জানান তামিম। তবে তিনি নিজে থেকেই ওই চিঠির প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর ভাষায়, ‘আমাকে এ বিষয়ে কোনো প্রশ্ন করা হয়নি। আমার মনে হয়েছে, কমিশন এই চিঠি গ্রহণই করেনি। আপত্তি জমা দেওয়ার জন্য ভোটার আইডি দিতে হচ্ছিল, কিন্তু যিনি আমার নামে আপত্তি দিয়েছেন, তিনি কোন ক্লাবের কাউন্সিলর, কোন কমিটিতে আছেন, সেটা তো জানা নেই। তাহলে তিনি কীভাবে অভিযোগ করেন?’
তামিমের ধারণা, এই আপত্তি গ্রহণ করা হয়নি। বিষয়টি আগামী দিনে টিকে থাকবে বলেও মনে করেন না তামিম, ‘আমাকে এ নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি, আমি নিজে থেকেই কিছু কথা বলেছি। তাই মনে করছি, চিঠিটা গ্রহণ করা হয়নি। কালও এটা নিয়ে আর কিছু হবে না। অবাক হওয়ার কিছু নেই।’
তবে চাপ যে আছে, সেটা স্বীকার করেছেন তামিম, ‘আমি নির্ভয়ে চেষ্টা করছি, কিন্তু চাপ প্রচুর। কাল হয়তো আমার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যেতে পারে, কোর্টে রিট বা মামলা হতে পারে। তবে তা কেন হবে, সেটা সবাই ভালোভাবেই জানেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়েছেন তামিম। তাঁর প্রার্থিতা নিয়ে প্রকাশ্যে বড় কোনো প্রশ্ন না থাকলেও গতকাল বেনামি এক স্বাক্ষরে ক্লাবটির সঙ্গে তামিমের সম্পৃক্ততা চ্যালেঞ্জ করে একটি আপত্তির চিঠি জমা পড়ে। বিষয়টি নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তামিম।
বেলা পৌনে ৩টার দিকে নির্বাচন কমিশনের কাছে ওই চিঠি নিয়ে তেমন কিছু বলেননি তামিম। তবে নিজের ক্লাব ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে খসড়া ভোটার তালিকায় বাদ দেওয়ার আপত্তির শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমার কাউন্সিলরশিপ যদি কেউ চ্যালেঞ্জ করে, এটা দুঃখজনক। আমি প্রতিটি ধাপে যোগ্য। যদি নিষিদ্ধও করা হয়, কেন করা হচ্ছে, তা সবাই বুঝবেন। দেশের মানুষও বুঝবে।’
চিঠি নিয়ে কমিশন তাঁকে কোনো প্রশ্ন করেনি বলেও জানান তামিম। তবে তিনি নিজে থেকেই ওই চিঠির প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর ভাষায়, ‘আমাকে এ বিষয়ে কোনো প্রশ্ন করা হয়নি। আমার মনে হয়েছে, কমিশন এই চিঠি গ্রহণই করেনি। আপত্তি জমা দেওয়ার জন্য ভোটার আইডি দিতে হচ্ছিল, কিন্তু যিনি আমার নামে আপত্তি দিয়েছেন, তিনি কোন ক্লাবের কাউন্সিলর, কোন কমিটিতে আছেন, সেটা তো জানা নেই। তাহলে তিনি কীভাবে অভিযোগ করেন?’
তামিমের ধারণা, এই আপত্তি গ্রহণ করা হয়নি। বিষয়টি আগামী দিনে টিকে থাকবে বলেও মনে করেন না তামিম, ‘আমাকে এ নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি, আমি নিজে থেকেই কিছু কথা বলেছি। তাই মনে করছি, চিঠিটা গ্রহণ করা হয়নি। কালও এটা নিয়ে আর কিছু হবে না। অবাক হওয়ার কিছু নেই।’
তবে চাপ যে আছে, সেটা স্বীকার করেছেন তামিম, ‘আমি নির্ভয়ে চেষ্টা করছি, কিন্তু চাপ প্রচুর। কাল হয়তো আমার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যেতে পারে, কোর্টে রিট বা মামলা হতে পারে। তবে তা কেন হবে, সেটা সবাই ভালোভাবেই জানেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে