Ajker Patrika

মঙ্গলবার কী জানাতে চাচ্ছে আইসিসি

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৭: ০০
মঙ্গলবার কী জানাতে চাচ্ছে আইসিসি

মার্চের শুরুতেই ভারত বিশ্বকাপের খসড়া সূচি জানা গিয়েছিল। ১৩তম সংস্করণের টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর। সে সময় খসড়া সূচিটি সব দলকে পাঠিয়েও দিয়েছিল আইসিসি।
 
বিশ্বকাপ ঘনিয়ে আসায় তাই খসড়া সূচিটি এবার চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগামী মঙ্গলবার চূড়ান্ত সূচিটি জানানো হতে পারে বলে তারা জানা গেছে। ২৭ জুন বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে মুম্বাইয়ে আলোচনায় বসবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে পূর্ণাঙ্গ সূচিই জানাবে কি না, তা নিয়ে একটু ধোঁয়াশা রেখে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।

সেদিনই জানা যাবে খসড়া সূচি অনুযায়ী ১৯ অক্টোবরই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে কি না। প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচটি পুনেতে হওয়ার কথা রয়েছে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষেও তামিম ইকবাল-সাকিব আল হাসানদের ম্যাচের তারিখ ও স্টেডিয়ামের নাম জানা গেছে। ৩১ অক্টোবর কলকাতায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে খেলবে তামিম-সাকিবরা।

৫ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর। আর টুর্নামেন্টের ব্লকবাস্টার ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর। আহমেদাবাদে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। 

২০১৯ বিশ্বকাপের আদলেই এবারের টুর্নামেন্টও হবে। ১০ দলের মোট ম্যাচ ৪৮টি। কমপক্ষে ভারতের ১২ স্টেডিয়ামে ম্যাচগুলো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত