ক্রীড়া ডেস্ক

পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা কুড়ালেন রিশাদ।
বিগ ব্যাশের চলতি পর্বে নিজেদের অষ্টম ম্যাচে আজ স্ট্রাইকার্সকে ৩৭ রানে হারিয়েছে হোবার্ট। তাদের করা ১৭৮ রানের জবাবে ১৪১ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস। দলের জয়ে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রিশাদ। ২৬ রানে ৩ উইকেট নেন এই বোলার। ৪ ওভারে তাঁর খরচ ২৬ রান। বিগ ব্যাশে এখন পর্যন্ত এটাই তাঁর সেরা বোলিং। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। সে ওভারে ১০ রান দিয়ে তুলে নেন মানেন্তির উইকেট।
নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই জেমি ওভারটনকে আউট করেন রিশাদ। সে ওভারে ২ চারের সাহায্যে দেন ১১ রান। প্রথম ২ ওভারে খরুচে হলেও শেষ ২ ওভারে বল হাতে বেশ হিসেবি ছিলেন; দেন মাত্র ৫ রান। পাশাপাশি তুলে নেন লুক উডের উইকেট। সব মিলিয়ে বিগ ব্যাশে আরও একটি দারুণ দিন কাটালেন রিশাদ।
ম্যাচ শেষে তার প্রশংসা করতে গিয়ে এলিস বলেন, ‘ব্যাটিংয়ের সময় আমাদের চেষ্টা ছিল স্কোরবোর্ডে যত বেশি রান তোলা যায়। কিন্তু আমরা ২৫ কিংবা ৩০ রান কম করেছি। এরপর বোলারদের দিকে তাকিয়ে ছিলাম। স্পিনারদের কৃতিত্ব দিতে হবে; তারা এই বছর দুর্দান্ত কিছুই করছে। তারা দুজনেই (রিশাদ হোসেন ও রেহান আহমেদ) বিশ্বমানের। টুর্নামেন্টে আমরা রিশাদকে পেয়েছি। এটা আমাদের জন্য ভালো দিক। সে আজ দারুণ বোলিং করেছে। সতীর্থদের সম্পর্কে আমার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সবাই খুব কঠোর পরিশ্রম করে। আমি যা চাই সবাই সেটা করে।’

পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা কুড়ালেন রিশাদ।
বিগ ব্যাশের চলতি পর্বে নিজেদের অষ্টম ম্যাচে আজ স্ট্রাইকার্সকে ৩৭ রানে হারিয়েছে হোবার্ট। তাদের করা ১৭৮ রানের জবাবে ১৪১ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস। দলের জয়ে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রিশাদ। ২৬ রানে ৩ উইকেট নেন এই বোলার। ৪ ওভারে তাঁর খরচ ২৬ রান। বিগ ব্যাশে এখন পর্যন্ত এটাই তাঁর সেরা বোলিং। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। সে ওভারে ১০ রান দিয়ে তুলে নেন মানেন্তির উইকেট।
নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই জেমি ওভারটনকে আউট করেন রিশাদ। সে ওভারে ২ চারের সাহায্যে দেন ১১ রান। প্রথম ২ ওভারে খরুচে হলেও শেষ ২ ওভারে বল হাতে বেশ হিসেবি ছিলেন; দেন মাত্র ৫ রান। পাশাপাশি তুলে নেন লুক উডের উইকেট। সব মিলিয়ে বিগ ব্যাশে আরও একটি দারুণ দিন কাটালেন রিশাদ।
ম্যাচ শেষে তার প্রশংসা করতে গিয়ে এলিস বলেন, ‘ব্যাটিংয়ের সময় আমাদের চেষ্টা ছিল স্কোরবোর্ডে যত বেশি রান তোলা যায়। কিন্তু আমরা ২৫ কিংবা ৩০ রান কম করেছি। এরপর বোলারদের দিকে তাকিয়ে ছিলাম। স্পিনারদের কৃতিত্ব দিতে হবে; তারা এই বছর দুর্দান্ত কিছুই করছে। তারা দুজনেই (রিশাদ হোসেন ও রেহান আহমেদ) বিশ্বমানের। টুর্নামেন্টে আমরা রিশাদকে পেয়েছি। এটা আমাদের জন্য ভালো দিক। সে আজ দারুণ বোলিং করেছে। সতীর্থদের সম্পর্কে আমার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সবাই খুব কঠোর পরিশ্রম করে। আমি যা চাই সবাই সেটা করে।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে