
অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।

অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে