ক্রীড়া ডেস্ক

৩৩ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি, গড় ২৫.৬২—পরিসংখ্যানই বলে দিচ্ছে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে সিদ্ধহস্ত ভিয়ান মুলডার। টেস্টে ধৈর্যের পরীক্ষা কতটা দিতে পারেন, সে ব্যাপারেও কিছুটা ধারণা তো পাওয়া গেল। এমনকি এই অল্প কয়েক ইনিংসে তাঁর প্রিয় প্রতিপক্ষ কোন দল, সেটা স্পষ্ট বোঝা গেছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের বিপক্ষে খেলতেই মূলত মুলডার বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। টেস্টে তাঁর পঞ্চাশোর্ধ্ব তিন ইনিংসের তিনটিই এসেছে এই দুই দলের বিপক্ষে। যেখানে আজ বুলাওয়েতে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এবার তিন অঙ্ক ছুঁতে তাঁর লেগেছে ১৪৯ বল। ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে জিম্বাবুইয়ান পেসার তানাকা চিভাঙ্গাকে চার মেরে মুলডার তুলে নিলেন সেঞ্চুরি। এখন পর্যন্ত ১৬১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৭ রান করেন মুলডার।
মুলডারের ক্যারিয়ারসেরা ইনিংসের দিনে বুলাওয়ে টেস্টে ছড়ি ঘোরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভারে ৫ উইকেটে ২০৪ রান করেছে প্রোটিয়ারা। লিডসহ দক্ষিণ আফ্রিকার রান ৩৭১। ষষ্ঠ উইকেটে এরই মধ্যে ৪৯ রানের জুটি গড়েছেন মুলডার ও কাইল ভেরেইনে। ১১ রানে ব্যাটিং করছেন ভেরেইনে।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মুলডার পেয়েছেন গত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রামে সাত নম্বরে নেমে ১৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত ছিলেন। আট মাস পর আজ সেটাকেও ছাড়িয়ে গেলেন প্রোটিয়া এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে এবার মুলডার খেলতে নেমেছেন তিন নম্বরে।
টেস্টে ভিয়ান মুলডারের সর্বোচ্চ তিন ইনিংস
স্কোর প্রতিপক্ষ সাল ভেন্যু
১১৭* জিম্বাবুয়ে ২০২৫ বুলাওয়ে
১০৫* বাংলাদেশ ২০২৪ চট্টগ্রাম
৫৪ বাংলাদেশ ২০২৪ মিরপুর

৩৩ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি, গড় ২৫.৬২—পরিসংখ্যানই বলে দিচ্ছে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে সিদ্ধহস্ত ভিয়ান মুলডার। টেস্টে ধৈর্যের পরীক্ষা কতটা দিতে পারেন, সে ব্যাপারেও কিছুটা ধারণা তো পাওয়া গেল। এমনকি এই অল্প কয়েক ইনিংসে তাঁর প্রিয় প্রতিপক্ষ কোন দল, সেটা স্পষ্ট বোঝা গেছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের বিপক্ষে খেলতেই মূলত মুলডার বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। টেস্টে তাঁর পঞ্চাশোর্ধ্ব তিন ইনিংসের তিনটিই এসেছে এই দুই দলের বিপক্ষে। যেখানে আজ বুলাওয়েতে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এবার তিন অঙ্ক ছুঁতে তাঁর লেগেছে ১৪৯ বল। ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে জিম্বাবুইয়ান পেসার তানাকা চিভাঙ্গাকে চার মেরে মুলডার তুলে নিলেন সেঞ্চুরি। এখন পর্যন্ত ১৬১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৭ রান করেন মুলডার।
মুলডারের ক্যারিয়ারসেরা ইনিংসের দিনে বুলাওয়ে টেস্টে ছড়ি ঘোরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভারে ৫ উইকেটে ২০৪ রান করেছে প্রোটিয়ারা। লিডসহ দক্ষিণ আফ্রিকার রান ৩৭১। ষষ্ঠ উইকেটে এরই মধ্যে ৪৯ রানের জুটি গড়েছেন মুলডার ও কাইল ভেরেইনে। ১১ রানে ব্যাটিং করছেন ভেরেইনে।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মুলডার পেয়েছেন গত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রামে সাত নম্বরে নেমে ১৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত ছিলেন। আট মাস পর আজ সেটাকেও ছাড়িয়ে গেলেন প্রোটিয়া এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে এবার মুলডার খেলতে নেমেছেন তিন নম্বরে।
টেস্টে ভিয়ান মুলডারের সর্বোচ্চ তিন ইনিংস
স্কোর প্রতিপক্ষ সাল ভেন্যু
১১৭* জিম্বাবুয়ে ২০২৫ বুলাওয়ে
১০৫* বাংলাদেশ ২০২৪ চট্টগ্রাম
৫৪ বাংলাদেশ ২০২৪ মিরপুর

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
৭ ঘণ্টা আগে
খালেদের আসল কাজটা বোলিংয়ে। কিন্তু আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। শেষ দিকে ব্যাট করতে নামা খালেদের ছোট ঝোড়ো ইনিংসে চিন্তায় পড়ে গিয়েছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত কিছু হয়নি। খালেদের ঝড় থামিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তে আটকে আছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সবশেষ ম্যাচে নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নবাগত দলটি। টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম হার।
৯ ঘণ্টা আগে