Ajker Patrika

জানা গেল তামিম কবে ফিরবেন খেলায়

আজকের পত্রিকা ডেস্ক­
তামিম ইকবাল আগামী মাসে ফিরতে পারেন খেলায়। ছবি: আজকের পত্রিকা
তামিম ইকবাল আগামী মাসে ফিরতে পারেন খেলায়। ছবি: আজকের পত্রিকা

লম্বা বিরতির পর পেশাদার ক্রিকেটে ফিরতে তামিম ইকবাল বেশ কদিন হলো শুরু করেছেন অনুশীলন। মূলত বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করলেও তামিমকে দেখা যেতে পারে আরও আগে, ডিসেম্বরের এনসিএল টি-টোয়েন্টিতে।

বিসিবি সূত্র জানিয়েছে, তামিমকে চট্টগ্রাম বিভাগের প্রাথমিক দলে রাখা হয়েছে। টুর্নামেন্ট খেলার জন্য ফিট হয়ে উঠতে যেহেতু তিনি কাজ করছেন, তাঁকে দেখা যেতে পারে আগামী মাসে অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টিতেই। বিসিবির নির্বাচক হান্নান সরকার আজকের পত্রিকাকে বলেছেন, ‘আশা করি (তামিম খেলবে)...। ফিটনেস ফিরে পেতে অসুবিধা হবে না তামিমের। কাজ করছে সে। আর টুর্নামেন্ট শুরু হতে এখনো এক মাস বাকি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এই টুর্নামেন্ট খেলার কথা মাহমুদউল্লাহ-মুশফিকেরও। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ (৮-১২ ডিসেম্বর) খেললে এনসিএল টি-টোয়েন্টির শেষ দিকে কয়েকটি ম্যাচ তাঁরা খেলবেন বিপিএলের প্রস্তুতি নিতে। তবে নেই সাকিব আল হাসান।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেটে করার পরিকল্পনা বিসিবির। শেষ চার বা প্লে­-অফ পর্ব মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ২৩ ডিসেম্বর। শেষ চারের ম্যাচগুলো হবে দিবারাত্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত