নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের দল ঘোষণা করতে যাচ্ছে আজ। সেই দলটা কেমন হবে, এ নিয়ে অনেক যে জল্পনা-কল্পনা, তা ঠিক নয়। তবু বিসিবি এখানে পিছিয়েই থাকল বাকিদের তুলনায়। গতকাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের ১৮টিই দল ঘোষণা করে ফেলেছে।
লিপু নিজেই রসিকতা করে কাল বলছিলেন, ‘গণমাধ্যমে তো কবে থেকে দল দেওয়া হচ্ছে। আমাদের এত খেলোয়াড় নেই যে অনেক দ্বিধা তৈরি হবে, আলাদা আলাদা সমন্বয় তৈরি হবে। দল প্রায় একই।’ তবু দল ঘোষণা দেরি হওয়ার একটাই কারণ, চোটে পড়া ক্রিকেটারদের জন্য অপেক্ষা। গত কিছুদিনে অপেক্ষাটা সৌম্য সরকারের জন্য থাকলেও গত দুই দিনে সেটি ব্রাকেটবন্দী হয়ে পড়েছে তাসকিন আহমেদে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে ডান ঊরুর মাংসপেশিতে ব্যথা পাওয়ার পরই তাঁকে নিয়ে অনিশ্চয়তা। এরই মধ্যে চিড় ধরা পড়েছে। সেই চিড় কতটা গুরুতর, সেটা নিশ্চিত হতে বিসিবি রিপোর্ট দেশের বাইরেও পাঠিয়েছে। চিড় যদি গুরুতর হয়, তখন এক সিদ্ধান্ত, না হলে আরেক ভাবনা। তবে কাল পর্যন্ত যেটা জানা গেছে, তাঁকে দলে রেখেই আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকেরা। সূত্র জানিয়েছে, ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির কোনো প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলা কঠিন। চোট থেকে সেরে উঠতে তাসকিন সময় পাচ্ছেন ২০ দিনের বেশি। দুই সপ্তাহের বিশ্রামে যদি তিনি সেরে ওঠেন ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ দিয়েও তাঁর মাঠে ফেরার সম্ভাবনা আছে। আর যুক্তরাষ্ট্রে গেলে সেখানকার চিকিৎসা নেওয়ার সুযোগ তো থাকছেই। সব মিলিয়ে তাসকিনকে এখনই বিশ্বকাপ খেলোয়াড় তালিকার বাইরে রাখতে চায় না বিসিবি। শেষ পর্যন্ত তাঁকে যদি নাও পাওয়া যায়, ২৫ মে পর্যন্ত চোটজনিত বদলি নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।
তাসকিনকে নিয়ে গাজী আশরাফ লিপু কাল আজকের পত্রিকাকে বলেন, ‘ও (তাসকিন) যাচ্ছে, সেটা চূড়ান্ত নয়। তবে সম্ভাবনা আছে। কাছাকাছি (ফেরার সম্ভাবনা) থাকলে কেন নেব না? ক্রস চেক (রিপোর্ট) করা হচ্ছে দেশে, দেশের বাইরে। কাল দল (আজ) দেওয়ার আগে সব ইনপুট নিয়েই আমরা দেব।’ দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের এই পেসারের যখন বিশ্বকাপে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ভার, তখন তাঁকে নিয়েই বেশি দুশ্চিন্তা। তাসকিনের জন্য একটু খারাপ লাগছে প্রধান নির্বাচকের, ‘খারাপ লাগছে ওর জন্য, বিশ্বকাপের আগে চোটে পড়ায়। সেরা ফর্মে ছিল। সবশেষ সিরিজেও সেরা খেলোয়াড় হয়েছে।’
তবে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগেই তাসকিনের বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে, সে হিসেবে বেশি উচ্চারিত হচ্ছে হাসান মাহমুদের নাম। শুধু হাসানই নন, বাড়তি দুই-তিনজন খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে নিচ্ছে বাংলাদেশ। সে হিসাবে ১৭-১৮ জনের দলটাই যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবে কাল রাতে। লিপু বললেন, ‘সফরে দু-একজন বেশি যেতে পারে। কেউ আনফিট হলে তখন ওরা আসতে পারে। ২৪ মে রাত পর্যন্ত নোটিশ ছাড়াই বিকল্প খেলোয়াড় নিতে পারব। তারপর লাগলে টেকনিক্যাল কমিটির মাধ্যমে পরিবর্তন করতে পারব। তবে যেটা কাল (আজ) দেব, ওটা বিশ্বকাপের দল।’

দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের দল ঘোষণা করতে যাচ্ছে আজ। সেই দলটা কেমন হবে, এ নিয়ে অনেক যে জল্পনা-কল্পনা, তা ঠিক নয়। তবু বিসিবি এখানে পিছিয়েই থাকল বাকিদের তুলনায়। গতকাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের ১৮টিই দল ঘোষণা করে ফেলেছে।
লিপু নিজেই রসিকতা করে কাল বলছিলেন, ‘গণমাধ্যমে তো কবে থেকে দল দেওয়া হচ্ছে। আমাদের এত খেলোয়াড় নেই যে অনেক দ্বিধা তৈরি হবে, আলাদা আলাদা সমন্বয় তৈরি হবে। দল প্রায় একই।’ তবু দল ঘোষণা দেরি হওয়ার একটাই কারণ, চোটে পড়া ক্রিকেটারদের জন্য অপেক্ষা। গত কিছুদিনে অপেক্ষাটা সৌম্য সরকারের জন্য থাকলেও গত দুই দিনে সেটি ব্রাকেটবন্দী হয়ে পড়েছে তাসকিন আহমেদে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে ডান ঊরুর মাংসপেশিতে ব্যথা পাওয়ার পরই তাঁকে নিয়ে অনিশ্চয়তা। এরই মধ্যে চিড় ধরা পড়েছে। সেই চিড় কতটা গুরুতর, সেটা নিশ্চিত হতে বিসিবি রিপোর্ট দেশের বাইরেও পাঠিয়েছে। চিড় যদি গুরুতর হয়, তখন এক সিদ্ধান্ত, না হলে আরেক ভাবনা। তবে কাল পর্যন্ত যেটা জানা গেছে, তাঁকে দলে রেখেই আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকেরা। সূত্র জানিয়েছে, ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির কোনো প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলা কঠিন। চোট থেকে সেরে উঠতে তাসকিন সময় পাচ্ছেন ২০ দিনের বেশি। দুই সপ্তাহের বিশ্রামে যদি তিনি সেরে ওঠেন ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ দিয়েও তাঁর মাঠে ফেরার সম্ভাবনা আছে। আর যুক্তরাষ্ট্রে গেলে সেখানকার চিকিৎসা নেওয়ার সুযোগ তো থাকছেই। সব মিলিয়ে তাসকিনকে এখনই বিশ্বকাপ খেলোয়াড় তালিকার বাইরে রাখতে চায় না বিসিবি। শেষ পর্যন্ত তাঁকে যদি নাও পাওয়া যায়, ২৫ মে পর্যন্ত চোটজনিত বদলি নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।
তাসকিনকে নিয়ে গাজী আশরাফ লিপু কাল আজকের পত্রিকাকে বলেন, ‘ও (তাসকিন) যাচ্ছে, সেটা চূড়ান্ত নয়। তবে সম্ভাবনা আছে। কাছাকাছি (ফেরার সম্ভাবনা) থাকলে কেন নেব না? ক্রস চেক (রিপোর্ট) করা হচ্ছে দেশে, দেশের বাইরে। কাল দল (আজ) দেওয়ার আগে সব ইনপুট নিয়েই আমরা দেব।’ দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের এই পেসারের যখন বিশ্বকাপে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ভার, তখন তাঁকে নিয়েই বেশি দুশ্চিন্তা। তাসকিনের জন্য একটু খারাপ লাগছে প্রধান নির্বাচকের, ‘খারাপ লাগছে ওর জন্য, বিশ্বকাপের আগে চোটে পড়ায়। সেরা ফর্মে ছিল। সবশেষ সিরিজেও সেরা খেলোয়াড় হয়েছে।’
তবে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগেই তাসকিনের বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে, সে হিসেবে বেশি উচ্চারিত হচ্ছে হাসান মাহমুদের নাম। শুধু হাসানই নন, বাড়তি দুই-তিনজন খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে নিচ্ছে বাংলাদেশ। সে হিসাবে ১৭-১৮ জনের দলটাই যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবে কাল রাতে। লিপু বললেন, ‘সফরে দু-একজন বেশি যেতে পারে। কেউ আনফিট হলে তখন ওরা আসতে পারে। ২৪ মে রাত পর্যন্ত নোটিশ ছাড়াই বিকল্প খেলোয়াড় নিতে পারব। তারপর লাগলে টেকনিক্যাল কমিটির মাধ্যমে পরিবর্তন করতে পারব। তবে যেটা কাল (আজ) দেব, ওটা বিশ্বকাপের দল।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে